top of page

টাকা-পয়সা নয়, এখনও বিনিময় প্রথা চলে খুজলি মেলায়

শরীরে দুরারোগ্য ব্যাধি সহ যে কোনো চর্মরোগ থেকে মুক্তি পেতে আজও বসন্তের দেবতার উদ্দেশ্যে পুজো দেওয়া হয় চাঁচলের শিহিপুরে। এই পুজোকে কেন্দ্র করে রীতিমতো আজও চলে আসছে খুজলি মেলা। প্রতি বছরই ফাল্গুনের সংক্রান্তি তিথিতে আয়োজিত হয় খুজলি মেলা। এই মেলা প্রাঙ্গণ থেকে পুজোর সামগ্রী সংগ্রহ করে পুজো দেওয়ার রীতিও রয়েছে। তবে পুজোর সামগ্রী সংগ্রহ করতে টাকা-পয়সা নয়, চলে সেই পুরোনো বিনিময় প্রথা।


not-money-tradition-is-to-go-to-Khujli-Mela-in-exchange
বিনিময় প্রথায় পুজোর সামগ্রী সংগ্রহ করা হচ্ছে। সংবাদ চিত্র।

স্থানীয় বাসিন্দাদের কথায়, দুরারোগ্য ব্যাধি কিংবা চর্মরোগ থেকে মুক্তি পেতে এলাকার মানুষরা ফাল্গুনের সংক্রান্তি তিথিতে বসন্ত দেবতার উদ্দেশ্যে পুজো দিতেন। সেই সময় সাধারণ মানুষের হাতে সেভাবে টাকা পয়সা না থাকায় জমিতে উৎপাদিত ফসল দিয়েই বসন্ত দেবতার পুজোয় ব্যবহৃত খই, মুড়কি ও নাড়ু দোকানিদের কাছ থেকে সংগ্রহ করতেন। সেই সময় থেকে একই রীতি এখনও বজায় রয়েছে। এখনও ভক্তরা বাড়িতে উৎপাদিত শস্যের বিনিময়ে মেলা প্রাঙ্গণ থেকে পুজোয় ব্যবহৃত সামগ্রী সংগ্রহ করে পুজো করেন। পুজো উপলক্ষ্যে এখনও বসে খুজলি মেলা। শিহিপুরের এই মেলায় যোগ দিতে দূরদূরান্ত থেকে ভক্তদের আগমন হয়।আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comentarios


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page