top of page

বড়ো তামাশায় মাতল পুরাতন মালদা

মালদা জেলায় পুরো বৈশাখ মাস জুড়ে গম্ভীরা উৎসব আয়োজিত হয়। মাসের শেষের দিকে, উৎসব পৌঁছে যায় ঘরে ঘরে৷ বিশেষত পুরাতন মালদায় গম্ভীরা যেন একটি ধর্মের রং নিয়েছে৷ বৈশাখ মাসের শেষ সন্ধে থেকে শুরু হয়ে গোটা রাত ধরে চলেছে গম্ভীরার নবীন এই ধারা৷ ওই এলাকায় যা ‘বড় তামাশা’ নামে খ্যাত৷


গম্ভীরার দুটি ধারা৷ কথিত আছে, প্রাচীন ধারার উল্লেখ পাওয়া যায় ভারতবর্ষে আসা বিদেশি পর্যটকদের লেখায়। ইতিহাসবিদদের মতে গম্ভীরার নতুন ধারার উত্পত্তি প্রায় পাঁচশো বছর আগে। একসময় এই গম্ভীরাকে ইংল্যান্ড-রাশিয়ায় তুলে নিয়ে গিয়েছিলেন জেলার শিল্পীরা৷ ভাষা না বুঝলেও বাংলার সবচেয়ে প্রাচীন লোকসংস্কৃতির স্বাদ পেয়েছিল বিদেশের মানুষ৷



পুরাতন মালদা পুরসভার ভাইস চেয়ারম্যান সফিকুল ইসলাম জানান, পুরাতন মালদায় প্রায় ৩০০ বছর আগে গম্ভীরা উৎসবের প্রবর্তন হয়েছে৷ রীতি মেনে এবারও এখানে বাৎসরিক গম্ভীরা উৎসব পালিত হয়েছে৷ ২৮ বৈশাখ থেকে মূল উৎসব শুরু হয়েছিল৷ শেষ দিন পুরো পুরাতন মালদা জুড়ে গম্ভীরা উৎসবের ছদ্মবেশ ধারণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়৷ পুরসভার তরফে আমরা প্রতিযোগীদের পুরস্কৃত করে থাকি৷ আমরা চাই গম্ভীরা বেঁচে থাকুক৷ এই লোকসংস্কৃতি গোটা জেলায় ছড়িয়ে পড়ুক৷


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page