শব্দদূষণের খেলায় কড়া নজর পুলিশের
বাঙালির বারো মাসে তেরো পার্বণ৷ দুগ্গাপুজো শেষ৷ এবার মা কালীর আরাধনায় বঙ্গবাসী৷ কিন্তু কালী মায়ের পুজো মানেই শক্তির আবাহন৷ আর তার অর্থ শব্দবাজির তাণ্ডব৷ এক কথায় জোড়া অসুরের দাপাদাপি- শব্দদূষণ ও বায়ুদূষণ৷ আদালতের নিষেধাজ্ঞা উড়িয়ে চকোলেট বোমা, দোদমা, কালীপটকার বিকট শব্দে কান ফাটানোর খেলায় মাততে তৈরি হচ্ছে অনেকেই৷ কিন্তু এসব বাজিপটকা তৈরিতেও বিধিনিষেধ রয়েছে? তাতে কী! বেআইনিভাবে বাজি বানানোর কারখানা যে অবাধে চলছে রাজ্যের নানাপ্রান্তে, তা শব্দবাজির দাপাদাপিতেই বোঝা যায়৷
বিচিত্রা সিনেমা হলের কাছেই শহরের সব থেকে বড়ো বাজির বাজার৷ এখানে হরেকরকম আতশবাজি মিলবে৷ পাওয়া যাবে রংমশাল, ফুলঝুড়ি, হরেকরকম রকেট, তুবড়ি, চরকি৷ তবে পটকা, বোমার দেখা মিলবে না এই বাজারে৷ তবু কোথা থেকে পাড়ার ছেলেছোকরাদের হাতে চলে আসবে ঠিক৷ ঠিক এখানটাই চ্যালেঞ্জ পুলিশের৷ শব্দদূষণ রুখতে কড়া নজরদারি চালাতে হবে আইনরক্ষকদের৷ লাইসেন্স ছাড়া আনাচেকানাচে গজিয়ে ওঠা বাজির দোকান থেকে যাতে চকোলেট বোমা, দোদমা বাজারে ছড়িয়ে না পড়ে, সেদিকে নজর রাখতে হবে ইংরেজবাজার থানার পুলিশকেই৷
হার্টের প্রবলেম আছে বাবা৷ পুজোর সময় এমন শব্দ করে বিসর্জন হয়, মনে হয় আমারই বিসর্জন হয়ে যাবে এবারঃ অশোক পোদ্দার, প্রবীণ বাসিন্দা
কিন্তু নজরদারির ফাঁক গলে একটা জিনিস ঘটেই চলে প্রতি পুজোয়৷ সুপ্রিমকোর্টের নিষেধাজ্ঞা উড়িয়ে পুজোর নিরঞ্জনে তারস্বরে বক্স-ডিজের তাণ্ডব ডেসিবেলের হিসেবনিকেশ সব গুলিয়ে দেবে৷ অসুস্থ মানুষদের কথা না ভেবে ক্ষণিকের আনন্দের জন্য যারা শব্দদূষণের খেলায় মাতে, তারা ভুলে যায় যে নিজেদেরও একদিন বয়স হবে৷ ডিজে বন্ধে পুলিশি তৎপরতার অভাব আছে বলে মনে করেন অনেক প্রবীণ বাসিন্দাই৷ ইংরেজবাজারের বাসিন্দা অশোক পোদ্দারের বক্তব্য, হার্টের প্রবলেম আছে বাবা৷ পুজোর সময় এমন শব্দ করে বিসর্জন হয়, মনে হয় আমারই বিসর্জন হয়ে যাবে এবার৷
কালীপুজোয় মদ্যপদের দাপাদাপি রোখাও বড়ো চ্যালেঞ্জ আবগারি দপ্তর ও পুলিশের সামনে৷ তবে এসবের জন্য তারা তৈরি বলে দাবি আইনরক্ষকদের৷ ইংরেজবাজার থানার আইসি শান্তনু মৈত্র জানিয়েছেন, নিষিদ্ধ শব্দবাজির বিরুদ্ধে তাঁদের বিশেষ অভিযান শুরু হয়েছে৷ কালীপুজোর দিন অবধি বিনা লাইন্সেসে বাজি বিক্রেতাদের ধরপাকড় চলবে৷ ইতিমধ্যেই জেলার বিভিন্ন বাজার থেকে বেশ কিছু পরিমাণে নিষিদ্ধ শব্দবাজি বাজেয়াপ্ত করা হয়েছে৷ গত বুধবার এই বিষয়ে রূপসী বাংলা লজে পুলিশের বৈঠকও হয়েছে৷ কালীপুজোর রাতে নিষিদ্ধ আতশবাজি পোড়ানো আটকাতে মোবাইল ভ্যানে পুলিশ নজরদারি চালাবে৷ মণ্ডপগুলিতেও থাকবে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা৷
ছবিঃ মিসবাহুল হক
Comments