মুকুল রায়ের সঙ্গে তৃণমূলের প্রাক্তন বিধায়কের ভিডিয়ো ভাইরাল হতেই রাজনৈতিক মহলে জল্পনা ছড়িয়েছে। ঘটনাপ্রসঙ্গে বিজেপি নেতৃত্বের দাবি, তৃণমূলের বহু নেতার বিজেপিতে যোগদান শুধু সময়ের অপেক্ষা।
মুখ্যমন্ত্রীর জেলা সফরের পরেই গাজোলের প্রাক্তন বিধায়ক তথা তৃণমূল নেতা সুশীল রায়ের সঙ্গে বিজেপি নেতা মুকুল রায়ের ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। সেই ভিডিয়ো ছড়িয়ে পড়তেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জল্পনা। যদিও সমস্ত জল্পনা উড়িয়ে দিয়েছে সুশীলবাবু। তিনি বলেন, মুখ্যমন্ত্রীর মালদা সফরের দিন একটি হোটেলে মুকুল রায়ের সাথে তাঁর দেখা হয়েছিল। সেটা শুধুই সৌজন্যমূলক সাক্ষাৎকার ছিল। রাজনৈতিক বিষয়ে তাঁদের কোনও আলোচনা হয়নি। কিন্তু সেই ভিডিয়ো ভাইরাল করে গাজোলের বর্তমান বিধায়ক দীপালি বিশ্বাস ও তাঁর স্বামী রঞ্জিত বিশ্বাস বদনাম করতে চাইছে। এটা তাঁর বিরুদ্ধে চক্রান্ত।
এনিয়ে তৃণমূল নেতা রঞ্জিত বিশ্বাসের দাবি, সুশীল রায়ের যদি কিছু বলারই থাকতো তাহলে দলের অন্দরে বলতে পারতেন। সংবাদমাধ্যমে বিবৃতি দিয়ে তিনি দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছেন। বিজেপির মালদা জেলার সহ সভাপতি অজয় গাঙ্গুলি জানান, সুশীল রায় সহ অনেক তৃণমূল নেতাদের সাথে যোগাযোগ রাখছে। বিজেপিতে যোগদান কেবল সময়ের অপেক্ষা। যদিও তৃণমূলের মালদা জেলার সাধারণ সম্পাদক শুভময় বসু বলেন, কেউ দল ছেড়ে যেতে চাইলে যেতে পারেন। তবে দলীয় নেতৃত্বের বিরুদ্ধে তিনি সংবাদমাধ্যমে মুখ খুলে দল বিরোধী কাজ করেছেন। জেলার দলের শীর্ষ নেতৃত্ব গোটা বিষয়টা খতিয়ে দেখবে।
Comments