Search
ভর দুপুরে মহানন্দা সেতু থেকে ঝাঁপ যুবতির
- আমাদের মালদা ডিজিট্যাল
- Oct 26, 2023
- 1 min read
ফের মহানন্দা ব্রিজ থেকে ঝাঁপ দিল এক যুবতি। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য শুরু হয়েছে মালদা শহর জুড়ে। আজ দুপুরে মহানন্দার প্রথম সেতুতে যাত্রীরা দীর্ঘক্ষণ এক যুবতিকে সেতুর ওপর দাঁড়িয়ে ফোনে কথা বলতে দেখেন। হঠাৎ কয়েকজন লক্ষ্য করেন ওই যুবতির ব্যাগ ও জুতো পড়ে রয়েছে। মহানন্দার বুকে ওই যুবতির প্রাণে বাঁচার লড়াইও দেখতে পেয়েছেন অনেকে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় মালদা থানার পুলিশ।
খবর লেখা পর্যন্ত ওই যুবতির দেহ পাওয়া যায়নি। তবে এই ঘটনা নিয়ে ইংরেজবাজার থানা ও মালদা থানা একে অপরের
দিকে বল ঠেলাঠেলি শুরু করেছে। এদিকে, ব্রিজের ওপর পড়ে থাকা ব্যাগ থেকে একটি আধার কার্ড পেয়েছে পুলিশ। ওই কার্ডটি কালিয়াচক-৩ ব্লকের চরি অনন্তপুর এলাকার খাতিজা খাতুন নামে যুবতির। প্রাথমিকভাবে পুলিশের অনুমান প্রেমঘটিত কারণেই এই ঘটনা ঘটেছে।

আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments