top of page

দীর্ঘক্ষণ লড়াই চালিয়েও মৃত্যু মুখে ছয় বছরের স্নেহা

মৃত্যুর সঙ্গে দীর্ঘক্ষণ লড়াই চালিয়েছিল ৬ বছরের মেয়েটা। কিন্তু শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যেতে পারেনি। আজ সকালে রেল কর্তৃপক্ষের তরফে স্নেহাকে মৃত বলে ঘোষণা করা হয়। সেই খবর ছড়িয়ে পড়তেই কান্নার রোল গোটা গ্রামে।


চাঁচল ২ নম্বর ব্লকের ক্ষেমপুর গ্রাম পঞ্চায়েতের কালীগঞ্জ গ্রামের বাসিন্দা মাহিলাল মণ্ডল। মাহিলালবাবু মানিকচক হাইস্কুলের শিক্ষক৷ স্ত্রী ছবি মণ্ডল তৃণমূলের গ্রাম পঞ্চায়েত সদস্য৷ কয়েকদিন আগে একমাত্র মেয়ে স্নেহাকে নিয়ে জলপাইগুড়িতে এক আত্মীয়র বাড়িতে গিয়েছিলেন তাঁরা৷ গতকাল বাড়ি ফেরার উদ্দেশ্যে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে ওঠেন তাঁরা৷ পিছনের দিকের জেনারেল বগিতেই উঠে বসেছিলেন৷ এরপরই দুর্ঘটনার খবর আসে। দুর্ঘটনায় আহত হন পরিবারের তিনজনই৷ তবে স্নেহার আঘাত ছিল সবচেয়ে বেশি৷ ঘটনাস্থল থেকে তাঁদের উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়৷ ঘটনার পর থেকে স্নেহার জ্ঞান ফেরেনি৷ আজ তার মৃত্যুর খবর ঘোষণা করে রেল কর্তৃপক্ষ৷ আজ দুপুরে সেই খবর গ্রামে পৌঁছতেই শোকের ছায়া নেমে এসেছে গোটা গ্রামে।



গ্রামের বাসিন্দা সুজিত মণ্ডল বলেন, ছবি মণ্ডল গ্রাম পঞ্চায়েত সদস্য। সম্পর্কে আমাদের কাকিমা হন। গ্রামের যে কোনো মানুষের সমস্যায় সমাধানের হাত বাড়িয়ে দেন তিনি। গতকাল দুর্ঘটনার খবর পেয়ে গ্রামের কিছু মানুষ শিলিগুড়ি ছুটে গিয়েছিলেন। ওদের থেকেই জানতে পারি, স্নেহার অবস্থা আশঙ্কাজনক। স্নেহার রক্তক্ষরণ আটকানো যাচ্ছে না। আজ সকালে খবর আসে, স্নেহার মৃত্যু হয়েছে।


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page