ভুয়ো নিয়োগ চক্র ছড়িয়েছে জেলায়, শুরু পুলিশের অভিযান
top of page

ভুয়ো নিয়োগ চক্র ছড়িয়েছে জেলায়, শুরু পুলিশের অভিযান

ভুয়ো নিয়োগ প্রতারণা চক্রের বিরুদ্ধে মালদাবাসীকে সতর্ক করতে প্রচারে নামল মালদা সাইবার ক্রাইম থানার পুলিশ। বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের পাশাপাশি বিভিন্ন বিজ্ঞাপনের মাধ্যমেও প্রচার করা হচ্ছে পুলিশের পক্ষ থেকে। পাশাপাশি এই ধরণের প্রতারণার সাথে যুক্ত ব্যক্তিদের খুঁজে বের করতে বিশেষ অভিযানও শুরু করেছে পুলিশ।



মালদাতে বেশ কিছু নিয়োগ প্রতারণার অভিযোগ উঠে এসেছে। ভুয়ো নিয়োগ চক্র সক্রিয় হয়ে উঠেছে বলেও অভিযোগ উঠেছে। কিছু অসাধু ব্যক্তি জেলার বিভিন্ন প্রান্তের যুবক-যুবতিদের সরকারি চাকরির লোভ দেখিয়ে মোটা টাকা হাতিয়ে নেওয়ার ফাঁদ পেতেছে। চাকরি পাওয়ার আশায়, সেই ফাঁদে পা দিয়ে মোটা টাকা হারিয়েছে অনেকেই। পুলিশের কাছে এধরণের অভিযোগ জমা পড়তেই নড়েচড়ে বসেছে সাইবার ক্রাইম দফতর। প্রতারণার অভিযোগে গ্রেফতার করা হয়েছে বেশ কয়েকজনকে। একে অপরের যোগাযোগ না থাকলেও ধৃতরা সকলেই একই চক্রের বিভিন্ন শাখার এজেন্ট বলে সন্দেহ পুলিশের। ঘটনার তদন্তের পাশাপাশি জেলাবাসীকে সতর্ক করতে প্রচার শুরু করেছে সাইবার ক্রাইম থানার পুলিশ।




আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page