top of page

মহদীপুরে বন্ধ পাথর রপ্তানি, রাজস্বে ক্ষতি ৩০ কোটি

প্রায় এক মাস ধরে বন্ধ পাথর রপ্তানি। রপ্তানি বন্ধ থাকায় প্রায় ৩০ কোটি টাকা রাজস্ব ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন মহদীপুর এক্সপোটার্স অ্যাসোসিয়েশনের রপ্তানিকারকেরা। অবিলম্বে পাথর রপ্তানির অনুমতি না দেওয়া হলে বৃহত্তর আন্দোলনে নামার কথাও জানান ওই সংগঠনের সদস্যরা।



প্রতিদিন ২০০টির বেশি পাথর বোঝাই লরি বাংলাদেশে যায়। প্রতিদিন প্রায় ৮২ লক্ষ টাকার ব্যবসা হয়।

মহদীপুর এক্সপোটার্স অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক তপনকুমার দাস জানান, বাংলাদেশের পদ্মানদীর ওপর সেতু তৈরির কাজ চলছে। সেই সেতু তৈরির পাথর এখান থেকেই রপ্তানি হচ্ছে। প্রতিদিন ২০০টির বেশি পাথর বোঝাই লরি বাংলাদেশে যায়। প্রতিদিন প্রায় ৮২ লক্ষ টাকার ব্যবসা হয়। গত এপ্রিল মাসের শুরুতেই ভোটের জন্য পুলিশ ও প্রশাসন পাথর রপ্তানি বন্ধ করে দেয়। কিন্তু ভোট পেরিয়ে গেলেও এখনও পাথর রপ্তানির অনুমতি দেওয়া হচ্ছে না। গত এক মাস ধরে রপ্তানি বন্ধ হয়ে থাকায় এই ব্যবসার সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত লরি মালিক, লরি চালক, শ্রমিক সহ বহু মানুষ ক্ষতির মুখে পড়ছেন। হিলি, চ্যাংড়াবান্ধা, বেনাপোল-পেট্রাপোল এইসব ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত দিয়ে নিয়ম করেই পাথর রপ্তানি হচ্ছে। কিন্তু মালদার মহদীপুর সীমান্ত দিয়ে পাথর রপ্তানি করতে দেওয়া হচ্ছে না। পাথর রপ্তানির অনুমতি না দেওয়া হলে তাঁরা আন্দোলনে নামতে বাধ্য হবেন।


যদিও রপ্তানিকারকদের এই অভিযোগ অস্বীকার করেছে পুলিশ কর্তৃপক্ষ। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, পাথর রপ্তানির ক্ষেত্রে পুলিশের কোনও ভূমিকা নেই। তবে জাতীয় সড়কে ট্রাফিকের সমস্যা নিয়ে পুলিশি নজরদারি রয়েছে।

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page