বিশ্বাসেই মেলায়... চতুর্দশী বন্দনায় প্রস্তুত শিবভক্তরা
top of page

বিশ্বাসেই মেলায়... চতুর্দশী বন্দনায় প্রস্তুত শিবভক্তরা

আর কয়েক ঘণ্টা৷ গোটা দেশের সঙ্গে বাঙালি মেতে উঠবে শিব বন্দনায়৷ ধুমধামের সঙ্গে পালিত হবে শিবরাত্রি৷ পিছিয়ে থাকবে না মালদাও৷ ইতিমধ্যে তার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে জেলা জুড়ে৷


মালদা জেলার প্রায় প্রতিটি ব্লকেই রয়েছে অসংখ্য শিব মন্দির৷ তার মধ্যে কিছু বেশ পুরোনো৷ মালদা শহরেও রয়েছে একাধিক শিব মন্দির৷ তবে বর্তমান সময়ে শিবরাত্রি তিথিতে সবচেয়ে বেশি ভিড় লক্ষ্য করা যাচ্ছে সদরঘাট এলাকার শিব মন্দিরে৷ এছাড়াও প্রায় প্রতিটি কালী মন্দিরেও শিবের উপাসনা হয়৷ শহরের যে মন্দিরগুলিতে শিবরাত্রি তিথিতে ভক্তের ভিড় বেশি দেখা যায় সেগুলি হল, সদরঘাট শিব মন্দির, জুবিলি রোডের শিব মন্দির, হনুমান মন্দির সংলগ্ন শিব মন্দির, মনস্কামনা মন্দির সংলগ্ন শিব মন্দির ইত্যাদি৷


শিবরাত্রি তিথিতে ভক্তদের ঢল নামে ইংরেজবাজারের অমৃতি শিব মন্দিরে৷ দূরদূরান্ত থেকে ভক্তরা এই মন্দিরে শিবলিঙ্গে জল ঢালতে আসেন৷ অনেকে আবার মানিকচক কিংবা অন্য ঘাট থেকে গঙ্গাজল সংগ্রহ করে পায়ে হেঁটেই পৌঁছোন এই মন্দিরে৷ বিশেষভাবে সক্ষম অনেক ভক্তকেও বিশেষ এই দিনে মন্দিরে শিব উপাসনা করতে দেখা যায়৷ শিবরাত্রি উপলক্ষে মন্দির চত্বরে বিশাল মেলা বসে৷


huge-fair-held-in-temple-premises-on-occasion-of-Shivratri
প্রাচীন এক বটগাছের কোটরে শিব মন্দির

তবে পৌরাণিক কাহিনি অনুযায়ী

এই জেলার সবচেয়ে পুরোনো শিব মন্দিরটি রয়েছে বামনগোলা ব্লকের নালাগোলায়৷ প্রাচীন এক বটগাছের কোটরে এই মন্দির৷ ভক্তদের কাছে দেবতা তিল ভাণ্ডেশ্বর নামেই পরিচিত৷ এই মন্দির ঘিরে রয়েছে নানা কথা৷ অনেকে মনে করেন, এই মন্দির মহাভারতের আমলে নির্মিত৷ পাণ্ডবরাই নাকি এই মন্দির স্থাপন করেছিলেন৷ অনেকের আবার বক্তব্য, এই মন্দিরের শিবলিঙ্গ নিজে থেকেই মাটির উপরে উঠে এসেছে৷ আবার অনেকের মতে, সেন আমলে এই মন্দির ও শিবলিঙ্গ প্রতিষ্ঠিত হয়৷ শিব চতুর্দশী তিথিতে এই মন্দিরেও নামে ভক্তের ঢল৷

আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page