top of page

রূপ সনাতন মন্দিরে তৈরি হচ্ছে মালদার প্রথম বৃদ্ধাশ্রম

Updated: Aug 17, 2020

জেলার প্রথম বৃদ্ধাশ্রম গড়ে উঠতে চলেছে। পুরাতন মালদার মোড়গ্রামের রূপ সনাতন মন্দির কর্তৃপক্ষ এই উদ্যোগ নিতে চলেছে৷ মন্দির কর্তৃপক্ষের এই কাজকে স্বাগত জানিয়েছেন এলাকার বিধায়ক সহ বুদ্ধিজীবীরা৷


First Old Age Home in Malda
রূপ সনাতন মন্দিরে তৈরি হচ্ছে মালদার প্রথম বৃদ্ধাশ্রম

বিধায়ক অর্জুন হালদার বলেন, মোড়গ্রামের রূপ সনাতন মন্দিরে একটি বৃদ্ধাশ্রমের কাজ চলছে৷ শেষ বয়সে সংসারে অবহেলিত বয়স্করা যাতে একটু ভালোভাবে থাকতে পারেন সে জন্য মন্দির কমিটি এই উদ্যোগ নিয়েছে৷ তাঁরা যতটা পারেন ততটা সহযোগিতা করছেন৷ রূপ সনাতন মন্দির কমিটির কোষাধ্যক্ষ কার্তিকচন্দ্র মজুমদার বলেন, রূপ সনাতন মন্দিরে ইতিমধ্যেই তাঁরা ভক্ত আবাস, মন্দির, সেবার ব্যবস্থা এবং স্নানাগার তৈরি করেছেন৷ এবার তাঁরা এখানে একটি বৃদ্ধাশ্রম তৈরি করছেন৷ দূর-দূরান্ত থেকে আসা ভক্তদের জন্য আবাসের ব্যবস্থা করা হচ্ছে। এই বৃদ্ধাশ্রম তৈরিতে মালদার বেশ কিছু গণ্যমান্য ব্যক্তি সাহায্য করেছেন।


সেবাশ্রম সংঘের সদস্য নারায়ণচন্দ্র ঘোষ বলেন, এই বৃদ্ধাশ্রম তৈরিতে স্থানীয় বিধায়ক তাঁদের সাহায্য করেছেন৷ বৃদ্ধাশ্রমের আরও উন্নতির জন্য বিডিও, জেলাশাসক ছাড়াও চিঠি পাঠিয়েছেন পর্যটনমন্ত্রী, এমনকি মুখ্যমন্ত্রীকেও৷ আপাতত বৃদ্ধাশ্রমে ৩৪টি ঘর তৈরি করা হচ্ছে৷ প্রতিটি ঘরে দু'জন করে থাকতে পারবেন৷ পরবর্তীতে ঘরের সংখ্যা আরও বাড়ানো হবে৷

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page