জমির ন্যায্যমূল্যের দাবিতে বাইপাসের কাজ আটকে বিক্ষোভে কৃষকরা
জমির ন্যায্যমূল্য না মেলায় বাইপাসের কাজ বন্ধ করে বিক্ষোভ কৃষকদের। আজ দুপুরে ৮১ নম্বর জাতীয় সড়কের বাইপাসের কাজ বন্ধ করে চলতে থাকে বিক্ষোভ। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে আশ্বাস দিলে অবরোধ তুলে নেন কৃষকরা।
গাজোল থেকে হরিশ্চন্দ্রপুর পর্যন্ত ৮১ নম্বর জাতীয় সড়কের বাইপাসের কাজ শুরু হয়েছে। অভিযোগ, বাইপাসের জন্য অধিগৃহীত জমির ন্যায্যমূল্যের কথা ঘোষণা করা হলেও দেওয়া হয়নি কৃষকদের। এনিয়ে এর আগেও আন্দোলনে সামিল হয়েছেন কৃষকরা। বাধ্য হয়ে আজ ফের বাইপাসের কাজ আটকে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা।
কৃষকদের দাবি, বাইপাসের জন্য যে জমি অধিগ্রহণ করা হয়েছে সেই জমির ন্যায্যমূল্য দেওয়ার কথা ঘোষণা করা হলেও তাঁদের সেই মূল্য দেওয়া হয়নি। এনিয়ে এর আগেও তাঁরা সরব হয়েছিলেন। কিন্তু ফল মেলেনি। অবিলম্বে তাঁদের ন্যায্যমূল্য না দেওয়া হলে পরবর্তীতে বৃহত্তর আন্দোলনে নামবেন তাঁরা।
মালদা জেলার টাটকা নিউজ এখন আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে। বিনামূল্যে পড়তে এখানে ক্লিক করুন
Comentarios