top of page

শহরে রামকৃষ্ণের মূর্তি উন্মোচন

Updated: Feb 28, 2023

বুধবার সন্ধ্যায় ইংরেজবাজার শহরের ১৩ নম্বর ওয়ার্ড স্থানীয় কাউন্সিলর প্রসেনজিৎ দাস-এর উদ্যোগে শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের আবক্ষ একটি মর্মর মূর্তি স্থাপন করা হয়। এদিনের অনুষ্ঠানে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলর প্রসেনজিৎ দাস ছাড়াও প্রাক্তন শিক্ষক সুবোধ চন্দ্র দাস, প্রাক্তন সরকারি আধিকারিক সুভাষ সরকার, এলাকার প্রবীণ নাগরিক প্রবীর কুমার বিষ্ণু সহ আরো অনেকে।



"কাউন্সিলর প্রসেনজিৎ দাস বলেন, এলাকাবাসীদের দীর্ঘদিনের দাবি ছিল যে ন্যাংটাশ্বরী মন্দিরে শ্রীরামকৃষ্ণ দেবের একটি মূর্তি স্থাপন করার, এছাড়া শ্রী রামকৃষ্ণ দেবের বাণী ও কর্মজীবন বর্তমান প্রজন্মের কাছে তুলে ধরার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে"

আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Opmerkingen


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page