পথ দুর্ঘটনা ঘিরে রণক্ষেত্রের চেহারা নিল ইংরেজবাজারের দামোদরপুর এলাকা। রাস্তা অবরোধ করে ঘাতক গাড়িতে ভাঙচুর চালাল উত্তেজিত জনতা। পুলিশকর্মীর পাশাপাশি হেনস্তা করা হয় সাংবাদিকদেরও। পরে ইংরেজবাজার থানার বিশাল পুলিশবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আহত দুই পড়ুয়ার নাম সুদীপ্ত বারুই (১৩) এবং খোকা বাইন (১৩)। তাদের বাড়ি কোতুয়ালি গ্রাম পঞ্চায়েতের দৌলতপুর কলোনি এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে সাইকেলে করে স্কুলে যাচ্ছিল ওই দুই পড়ুয়া। স্কুলের ঢোকার আগে মানিকচক থেকে মালদাগামী যাত্রীবাহী একটি ম্যাক্সি তাদের ধাক্কা মারে। ছিটকে পড়ে ওই দুই ছাত্র। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় ওই দুই পড়ুয়াকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজে ভর্তি করে। বর্তমানে দুজনেই মালদা মেডিকেল কলেজে চিকিৎসাধীন। ঘটনার পর উত্তেজিত স্থানীয় বাসিন্দারা ঘাতক গাড়িটিকে আটক করে ভাঙচুর চালায়। মালদা-মানিকচক রাজ্য সড়ক অবরোধ করে চলতে থাকে বিক্ষোভ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ইংরেজবাজার থানার পুলিশ। পুলিশকর্মীদের ধাক্কাধাক্কি করে উত্তেজিত জনতা। পুলিশকর্মীর পাশাপাশি হেনস্তা করা হয় এক সাংবাদিককেও। ইংরেজবাজার থানার আইসি ঘটনাস্থলে ছুটে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
Comments