দাউদাউ করে জ্বলল ধাবা, বেআইনিভাবে মজুতের অভিযোগ
top of page

দাউদাউ করে জ্বলল ধাবা, বেআইনিভাবে মজুতের অভিযোগ

ভর দুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড পুরাতন মালদায়। ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে দমকলের একটি ইঞ্জিন। অগ্নিকাণ্ডে আহত হয়েছেন ধাবার এক কর্মী। ঘটনাকে কেন্দ্র করে নানা অভিযোগ উঠে এসেছে। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন বিডিও।


আজ দুপুরে পুরাতন মালদার ভাবুক গ্রাম পঞ্চায়েতের চেচু মোড় সংলগ্ন ১২ নম্বর জাতীয় সড়কের ধারে একটি ধাবার রান্নাঘরে আগুন ধরে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান ব্লক অফিসের কর্মীরা। স্থানীয় বাসিন্দারা তাঁদের ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রশাসনের মদতেই ধাবায় অবৈধ পেট্রোল-ডিজেলের ব্যবসা চলছে। ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে দমকলের একটি ইঞ্জিন।


প্রতীকী ছবি।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কোর্ট স্টেশন এলাকায় ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের ডিপো রয়েছে৷ সেখান থেকে পেট্রোল ও ডিজেল ট্যাংকারগুলি তেল নিয়ে গন্তব্যের উদ্দেশ্যে রওয়া দেয়৷ কিছু ট্যাঙ্কার থেকে তেল কেটে নেওয়া হয় এই ধাবায়। এই চক্রের সঙ্গে ধাবার মালিক সরাসরি জড়িত। এর আগেও বড়োসড়ো দুর্ঘটনার হাত থেকে বেঁচেছে এলাকাবাসী। একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে এলাকায়।


বিডিও সেঁজুতি পাল মাইতি জানান,

প্রাথমিকভাবে জানতে পেরেছি এখানে ভোজ্য তেল ছিল। স্থানীয় বাসিন্দারা যে অভিযোগ তুলেছেন তা খতিয়ে দেখতে হবে।

আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page