top of page

প্রচারে উত্তর মালদার সিপিএম প্রার্থী বিশ্বনাথ ঘোষ

Updated: Apr 7, 2023

আজ থেকে শুরু হচ্ছে মালদার দুই কেন্দ্রের মনোনয়ন পর্ব৷ নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে প্রশাসনিক ভবন৷ জারি হয়েছে ১৪৪ ধারা৷ তারই মধ্যে পুরাতন মালদায় প্রচারে নেমে পড়লেন উত্তর মালদার বামফ্রন্ট সমর্থিত সিপিআইএম প্রার্থী বিশ্বনাথ ঘোষ৷ আজ বামফ্রন্টকর্মীরা তাঁদের প্রার্থীকে নিয়ে পুরাতন মালদার সাহাপুর এলাকার ছাতিয়ানমোড় থেকে প্রচার এবং জনসংযোগ শুরু করে। বামফ্রন্ট প্রার্থী বিশ্বনাথ ঘোষ পথ চলতি মানুষ এবং বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা ভোটারদের সঙ্গে কথা বলে ভোটের প্রচার করেন।


সাধারণ মানুষের গ্রাম থেকে দিল্লি পর্যন্ত লড়াইয়ে তিনি জনপ্রতিনিধি হিসেবে অংশগ্রহণ করছেন

বিশ্বনাথবাবু জানান, বামফ্রন্টের সমর্থকেরা নির্বাচনের জন্য ঝাঁপিয়ে পড়েছে৷ ইতিমধ্যে তাঁরা মানুষের সাড়া পাচ্ছেন৷ ছাত্র জীবন থেকে রাজনীতিতে যুক্ত থাকায় তাঁর সঙ্গে প্রচুর মানুষের যোগাযোগ আছে৷ মানুষেরা তাঁকে সমর্থন করছেন৷ সাধারণ মানুষের গ্রাম থেকে দিল্লি পর্যন্ত লড়াইয়ে তিনি জনপ্রতিনিধি হিসেবে অংশগ্রহণ করছেন৷ মানুষেরা তাঁকে সমর্থন জানিয়ে জয়ী করবেন৷


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page