বেহাল নিকাশি ব্যবস্থার প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ
বেহাল নিকাশি ব্যবস্থার প্রতিবাদে রাস্তা অবরোধ করে প্রতিবাদে নামল গ্রামবাসীরা। আজ দুপুরে মালদা-চাঁচল ৮১ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান গ্রামের বাসিন্দারা। ঘটনাস্থলে পুলিশ এসে অবরোধ তুলে দেয়।
তীব্র দাবদাহের পর স্বস্তির বৃষ্টিতে ফের সমস্যায় চাঁচলের বারোগাছিয়ার বাসিন্দারা। দিনভর বৃষ্টিতে জল জমে বিপর্যস্ত জনজীবন। চাঁচলের বারোগাছিয়া গ্রামের অধিকাংশ এলাকা জলের তলায়। বেহাল নিকাশি ব্যবস্থার প্রতিবাদে আজ দুপুরে মালদা-চাঁচল ৮১ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান গ্রামের বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় চাঁচল থানার পুলিশ। ঘটনাস্থলে পৌঁছে অবরোধ তুলে দেয় পুলিশ।
Yorumlar