ডেঙ্গু রুখতে স্বাস্থ্য কর্মীদের সাথে নিয়ে এলাকা পরিদর্শনে চেয়ারম্যান
top of page

ডেঙ্গু রুখতে স্বাস্থ্য কর্মীদের সাথে নিয়ে এলাকা পরিদর্শনে চেয়ারম্যান

পুরাতন মালদা পুরসভার স্বাস্থ্যকর্মীরা ডেঙ্গু প্রতিরোধ করতে ও এলাকাবাসীকে সচেতন করতে অভিযান চালাল পুরসভার ১১ নম্বর ওয়ার্ডে। স্বাস্থ্যকর্মীদের নেতৃত্ব দেন পুরাতন মালদা পুরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ। বিগত বেশ কিছুদিন ধরে পুরাতন মালদা পুরসভার অন্তর্গত ১১ নম্বর ওয়ার্ডের সারদা কলোনি এলাকায় বেশ কিছু পরিবারের প্রায় সাত থেকে আট জন ডেঙ্গুর উপসর্গ নিয়ে জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে। আক্রান্তদের পরিবারের প্রাথমিক ধারণা মশার কামড়ে এই জ্বর হয়েছে। খবর পেয়ে স্বাস্থ্য কর্মীদের নিয়ে ওই ওয়ার্ডে ছুটে যান চেয়ারম্যান কার্তিক ঘোষ।



চেয়ারম্যান জানান, এলাকায় জ্বরে আক্রান্ত হয়েছেন বেশ কিছু বাসিন্দা। তাদের সঙ্গে দেখা করতে ও এলাকায় ডেঙ্গু প্রতিরোধে সচেতন করতে আজ তাঁরা এসেছেন। ডেঙ্গু প্রতিরোধ করার জন্য তাঁরা এলাকাবাসীদের নানাভাবে সচেতন করছেন। শুধু তাই নয় ওই এলাকার বেশ কিছু জায়গায় জমা জল পুরকর্মীদের দিয়ে পরিষ্কার করিয়ে সেখানে ডিডিটি স্প্রে ছিটিয়ে দেওয়া হয়েছে। এলাকায় যাতে জল জমতে না পারে তার জন্য এলাকাবাসীর কাছে বিশেষভাবে পুরসভার পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।

বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page