top of page

বিয়ে বাড়ি যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে উলটে গেল গাড়ি, মৃত ২

বিয়ে বাড়ি যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় মৃত্যু দুইজনের। গুরুতর আহত হয়েছেন আরও ছয়জন। আহতরা বর্তমানে মালদা মেডিকেল কলেজে চিকিৎসাধীন। আজ সকালে ঘটনাটি ঘটেছে ইংরেজবাজারের রামনগর কাছারি এলাকার ১২ নম্বর জাতীয় সড়কের বাইপাসে।



জানা গিয়েছে, মুর্শিদাবাদ জেলার ওমরপুর থেকে শিলিগুড়িতে বিয়ে বাড়ির অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন যাত্রীরা। গাড়িতে ছিলেন চালক সহ মোট আটজন। রামনগর কাছারি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি উলটে যায়। পথযাত্রীরা তড়িঘড়ি তাঁদের উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসকরা চালক সহ এক ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করেন। বাকিরা মালদা মেডিকেল কলেজে চিকিৎসাধীন।



খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে উদ্ধার করে যানজট নিয়ন্ত্রণ করে ইংরেজবাজার থানার পুলিশ। পুলিশের অনুমান, গাড়ির চাকা পাংচার হয়ে এই দুর্ঘটনা ঘটেছে।




আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page