পেট্রোল ঢেলে দাদাকে পুড়িয়ে মারার অভিযোগ ভাইয়ের বিরুদ্ধে
- আমাদের মালদা ডিজিট্যাল

- May 20
- 1 min read
আর্থিক বিবাদের জেরে দাদাকে ঘুমন্ত অবস্থায় পুড়িয়ে মারার অভিযোগ ভাইয়ের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে পুরাতন মালদার মহিষবাথানি গ্রাম পঞ্চায়েতের বটতলা গ্রামে। দিদির অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতকে আজ পুলিশি হেপাজতের আবেদনে মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে।
নিহত দাদার নাম যতন কোল (৫৪)। যতনবাবু ভিনরাজ্যে শ্রমিকের কাজ করতেন। গত শনিবারই মুম্বই থেকে বাড়ি ফিরেছিলেন যতন। রবিবার সকালে টাকা পয়সা নিয়ে ছোটো ভাই নন্দন কোলের সঙ্গে ঝামেলা বাঁধে তাঁর। অভিযোগ, রবিবার রাতেই আক্রোশবশত যতনের গায়ে পেট্রোল ছিটিয়ে আগুন ধরিয়ে দেয় নন্দন। চিৎকারে স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে মালদা মেডিকেলে ভরতি করা হয়। সোমবার ভোরে মৃত্যু হয় যতনের। এদিকে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে নন্দন পুলিশকে জানায় অসাবধানতাবশত ইলেকট্রিকের তার থেকে তড়িদাহত হন যতন। মেডিকেলের রিপোর্ট দেখে সন্দেহ হয় পুলিশের।

এদিকে, খবর পেয়ে উত্তর দিনাজপুর থেকে ছুটে আসেন যতনের দিদি জলি কর্মকার। স্থানীয় বাসিন্দাদের থেকে গোটা ঘটনা জেনে সোমবার সন্ধেয় মালদা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। অভিযোগ ভিত্তিতে পুলিশ নন্দনকে গ্রেপ্তার করে। দফায় দফায় পুলিশি জেরায় এক সময় সমস্ত ঘটনা স্বীকার করে নন্দন। নন্দনকে আজ পুলিশি হেপাজতের আবেদনে মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে।
আদালতে যাওয়ার পথে সংবাদমাধ্যমের সামনেও নিজের দোষ স্বীকার করে নন্দন। সে জানান, আমাদের মধ্যে টাকাপয়সা নিয়ে গণ্ডগোল হয়েছিল৷ আমার কাছে সবসময় টাকাপয়সা চাইত৷ রবিবারও ও আমার কাছে টাকা চাইছিল৷ আমি ওকে জানিয়ে দিই, এখন ওকে কোনও টাকা দেব না৷ সন্ধের সময় ও আমার সঙ্গে ঝগড়া শুরু করে দিল৷ রাতে আমি ওর গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিই৷ বাড়িতে গাড়ির জন্য পেট্রোল এনে রাখা ছিল৷
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন













Comments