ত্রাণ কেলেঙ্কারিতে জড়িত সভাপতি, মামলা করল প্রশাসন
বন্যার ত্রাণ কেলেঙ্কারিতে হরিশ্চন্দ্রপুর-১ নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি সহ এক কর্মাধ্যক্ষ এবং তৎকালীন বিরোধী দলনেত্রীর (বর্তমানে তৃণমূল) বিরুদ্ধে মামলা রুজু করল প্রশাসন। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে হরিশ্চন্দ্রপুর থানা এলাকা জুড়ে।
২০১৭ সালে বন্যায় অনেকের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়। রাজ্য সরকারের তরফে আংশিক ক্ষতিগ্রস্তদের জন্য ৩৩০০ টাকা ও সম্পূর্ণ ক্ষতিগ্রস্তদের জন্য ৭০ হাজার টাকা অনুদান দেওয়া হয়। কিন্তু প্রকৃত উপভোক্তাদের অনেকেই টাকা পাননি বলে তাঁরা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ জানান। তদন্তে নেমে প্রশাসন জানতে পারে, দুর্গতদের নাম থাকলেও তাঁদের নামের পাশে অন্য অ্যাকাউন্ট খুলে টাকা তোলা হয়েছে। এনিয়ে আদালতে মামলাও করেছেন হরিশ্চন্দ্রপুরের প্রাক্তন কংগ্রেসি বিধায়ক মোস্তাক আলম। সোমবার তার শুনানি রয়েছে। তার আগেই প্রশাসন পঞ্চায়েত সমিতির সভাপতি কোয়েল দাস, শিশু ও নারী ত্রাণ কর্মাধ্যক্ষ রৌশনরা খাতুন ও বিরোধী দলনেত্রী সুজাতা সাহার বিরুদ্ধে এফআইআর করে।
[ আরও খবরঃ আধার কার্ড নিয়ে বচসা, ভাইকে কুপিয়ে খুন! ]
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
תגובות