পণ্যবাহী লরি ও মোটরবাইকের সংঘর্ষে মৃত ২
পণ্যবাহী লরি ও মোটরবাইকের সংঘর্ষে মৃত্যু চালক ও আরোহীর। ঘটনার জেরে গতকাল রাতে পুরাতন মালদার নারায়ণপুর সংলগ্ন ১২ নম্বর জাতীয় সড়কে ব্যাপক যানজট সৃষ্টি হয়। মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়ে যান চলাচল স্বাভাবিক করে মালদা থানার পুলিশ।
মৃত দুই যুবকের নাম দেবকুমার মণ্ডল (২৩) ও রুপাই গোস্বামী (২৬)। দু’জনেই ইংরেজবাজারের লক্ষ্মীপুর কলোনি এলাকার বাসিন্দা। জানা গিয়েছে, ছয় বন্ধু মিলে মোটরবাইকে করে গাজোলে নিমন্ত্রণ খেতে গিয়েছিল। ফেরার পথে বাকি বন্ধুরা এগিয়ে যাওয়ায় দেবকুমার ও রুপাই দ্রুতগতিতে মোটরবাইক ছুটিয়ে বন্ধুদের সঙ্গ ধরতে মরিয়া হয়েছিল।
নারায়ণপুর এলাকার নিয়ন্ত্রণ হারিয়ে একটি লরির সঙ্গে সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় দু’জনের। ঘটনার জেরে এলাকায় ব্যাপক যানজট সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় মালদা থানার পুলিশ। দুর্ঘটনাগ্রস্ত লরি ও মোটরবাইক সরিয়ে যান চলাচল স্বাভাবিক করেন পুলিশকর্মীরা।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments