top of page

চাঁচলে শিবরাম চক্রবর্তীর ১১৬ তম জন্মদিন পালন

সাহিত্যিক শিবরাম চক্রবর্তীর ১১৬ তম জন্মবার্ষিকী পালন করল চাঁচলের পাহাড়পুরের বাসিন্দারা। শুক্রবার দিন চাঁচল পাহাড়পুর চণ্ডীমণ্ডপের সামনে শিবরাম চক্রবর্তীর জন্মদিন পালন করা হয়। এদিন তাঁর আবক্ষ মূর্তিতে মাল্যদান করেন মালদা জেলা পরিষদের কৃষি ও সেচ বিভাগের কর্মাধ্যক্ষ এটিএম রফিকুল হোসেন। উপস্থিত ছিলেন পাহাড়পুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, পড়ুয়া ছাড়াও স্থানীয় বাসিন্দারা।



বাংলা সাহিত্যের রম্য গল্পকার শিবরাম চক্রবর্তীর জন্মস্থান নিয়ে বিভিন্ন মত প্রচলিত রয়েছে। কারও মতে ১৯০৩ সালের ১৩ ডিসেম্বর কলকাতায় মাসির বাড়িতে জন্মেছিলেন। আবার কেউ কেউ বলেন ওই দিনই তাঁর জন্ম হয়েছিল চাঁচলের পাহাড়পুরে।

Comentarios


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page