আমাদের মালদা ডিজিট্যাল

Feb 8, 2022

বেহাল রাস্তা সারাইয়ের দাবিতে বিক্ষোভ

১৫ বছর ধরে বেহাল রাস্তা। বারবার প্রশাসনকে জানিয়ে কোনও সুরাহা হয়নি। বাধ্য হয়ে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের। ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুরের কুশিদা রাজ্য সড়কে।

হরিশ্চন্দ্রপুরের কুশিদা রাজ্য সড়ক প্রায় দীর্ঘ ১৫ বছর ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। এই রাস্তা দিয়ে বহু মানুষের যাতায়াত। দীর্ঘদিন ধরে এলাকাবাসীরা রাস্তা সংস্কারের জন্য প্রশাসনের কাছে দাবি জানিয়ে আসছিলেন। কিন্তু কোনও সুরাহা হয়নি। অবশেষে রাজ্য সড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান এলাকার কাপাইচণ্ডী, কতল, মোল্লাবাড়ি, পেমা, ভক্তিপুর ও গিধিনপুকুর এলাকার বাসিন্দারা। অবরোধের জেরে এলাকায় তীব্র যানজট তৈরি হয়।

স্থানীয় বাসিন্দাদের দাবি, কোনোরকম যান চলাচলের অবস্থাতে নেই রাস্তা। যে কোনো সময় বড়ো দুর্ঘটনা ঘটতে পারে। এলাকায় কোথাও আগুন লাগলে দমকলের গাড়ি ঢুকতে পারবে না। হঠাৎ কোনো প্রসূতিকে হাসপাতালে নিয়ে যেতে গেলে প্রচণ্ড সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। রাস্তার টেন্ডার পাস হয়ে গেলেও রাস্তার কাজ শুরু হয়নি। বাধ্য হয়েই তাঁদের এই বিক্ষোভ।

[ আরও খবরঃ মোবাইলে এক ক্লিকে মহিলারা পাবেন পুলিশের সাহায্য ]

আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন