আমাদের মালদা ডিজিট্যাল

Dec 16, 2021

ওমিক্রন সন্দেহে কিশোর সহ পরিবারের রিপোর্ট নেগেটিভ, স্বস্তি

ওমিক্রন আক্রান্ত সন্দেহে মালদা মেডিকেল কলেজে ভরতি কিশোর ও তার পরিবারের লালারসের নমুনা নেগেটিভ আসায় স্বস্তির হাওয়া জেলা স্বাস্থ্য দফতরে। আজ ওই কিশোর সহ তার পরিবারকে ছেড়ে দেওয়া হবে বলে স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে।

উল্লেখ্য, গতকাল রাজ্য স্বাস্থ্য দফতর থেকে ওই কিশোরের ওমিক্রন আক্রান্ত হওয়ার খবর আসে। জেলা স্বাস্থ্য দফতর তড়িঘড়ি ওই কিশোর সহ তার পরিবারকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজে ভরতি করে। আজ ওই কিশোর সহ পরিবারের সদস্যদের লালারসের নমুনা পরীক্ষা করা হয়। প্রত্যেকের রিপোর্ট নেগেটিভ আসে। এরপরেই ওই কিশোর সহ পরিবারের সদস্যদের ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় জেলা স্বাস্থ্য দফতর।

মালদা মেডিকেল কলেজের প্রিন্সিপ্যাল জানান, ওই কিশোর সহ পরিবারের সকলের আরটিপিসিআর টেস্ট করা হয়েছিল। সকলের রিপোর্ট নেগেটিভ আসায় তাদের ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিমধ্যে সেই প্রক্রিয়া শুরু হয়েছে।

[ আগের খবরঃ কালিয়াচক থেকে উদ্ধার ওমিক্রন সংক্রমিত কিশোর ]

আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন