আমাদের মালদা ডিজিট্যাল

Jun 22, 2021

রাস্তায় ঘোরাঘুরি করা গোরু খোঁয়াড়ে পাঠাল পুরসভা, ছাড়াতে গুনতে হবে ফাইন

শহরের রাস্তায় ঘোরাঘুরি করা বেশ কয়েকটি গোরু আটক করে মহকুমাশাসক। সেই গোরুগুলিতে সরকারি খোঁয়াড়ে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, গত কয়েকদিন ধরে ইংরেজবাজার পুরসভার পক্ষ থেকে শহরে মাইকিং করা হচ্ছিল, পুরসভা এলাকায় গবাদি পশু পালন করতে হলে পুরসভার অনুমতি নিতে হবে। কোনোভাবেই গবাদি পশুদের রাস্তায় ছাড়া যাবে না। রাস্তাঘাটে পশু দেখতে পেলেই আইনি পদক্ষেপ নেওয়া হবে। তারপরেও টনক নড়েনি শহরবাসীর।

আজ দুপুরে মালদা শহরের বালুচর সংলগ্ন এলাকায় হানা দেন মহকুমাশাসক সুরেশচন্দ্র রানো। ওই এলাকা থেকে বেশ কয়েকটি গোরু আটক করে সরকারি সরকারি খামারে পাঠিয়ে দেন তিনি। তিনি জানান, পুরসভা এলাকায় গোরু পালন করতে হলে পুরসভা থেকে অনুমতি নিতে হবে। কোনোভাবেই রাস্তাঘাটে গোরু ছাগল ছাড়া চলবে না। যে গোরুগুলি আটক করা হয়েছে তাদের মালিকদের ফাইন দিয়ে গোরু ছাড়িয়ে নিয়ে যেতে হবে।

[ আরও খবরঃ ব্ল্যাকমেলকে হাতিয়ার করে আসিফ ]

আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন