সরকারি বাসে ধাক্কা লরির, আহত ১৫
- আমাদের মালদা ডিজিট্যাল
- Aug 19, 2022
- 1 min read
সরকারি বাসের পেছনে ধাক্কা লরির। আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন যাত্রী। আজ সকালে ঘটনাটি ঘটেছে গাজোলের পাণ্ডুয়া এলাকায়। আহতরা বর্তমানে গাজোল গ্রামীণ হাসপাতাল ও মালদা মেডিকেলে চিকিৎসাধীন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আজ সকালে উত্তর দিনাজপুর থেকে মালদার দিকে আসছিল একটি সরকারি যাত্রীবাহী বাস। পাণ্ডুয়া সংলগ্ন ১২ নম্বর জাতীয় সড়কে ওই বাসটিকে পেছন থেকে ধাক্কা মারে একটি লরি। লরির ধাক্কায় রাস্তার পাশে পড়ে যায় বাসটি। স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি যাত্রীদের উদ্ধার করে গাজোল গ্রামীণ হাসপাতালে ভরতি করেন। আশঙ্কাজনক অবস্থায় বেশ কয়েকজনকে মালদা মেডিকেলে রেফার করেন কর্তব্যরত চিকিৎসকরা।

আহত এক বাসযাত্রী নূর জানান, তিনি গাজোল স্ট্যান্ডে বাসে ওঠেন। পাণ্ডুয়া পৌঁছতেই একটি লরি পেছন থেকে বাস ধাক্কা মারে। সমস্ত যাত্রীরা বাসের মধ্যে এদিক-ওদিক ছিটকে পড়েন। দুর্ঘটনায় কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন।
[ আরও খবরঃ এসএসসি’র বিরুদ্ধে হাইকোর্টে মালদার যুবক ]
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comentarios