top of page

লক্ষ্মীপুজোয় অগ্নিমূল্য বাজার দরে নাভিশ্বাস মধ্যবিত্তের

অর্থ তথা ধনের অধিষ্ঠাত্রী দেবীর আরাধনা করতে গিয়ে পকেটে টান পড়ছে মধ্যবিত্ত বাঙালির। তবে অগ্নিমূল্য বাজারেও মালদা শহরের বাজারে বেশ ভিড় দেখা গেল।


দুর্গাপুজোর পরেই লক্ষ্মীপুজো। কোথাও আজ সন্ধেয় কোথাও আগামীকাল লক্ষ্মীর আরাধনা হবে। পুজোর আগে মালদা শহরের বাজার অগ্নিমূল্য। হাতের তালুর সাইজের প্রতিমার দাম ১৫০ টাকা, এক হাত সাইজের প্রতিমার জন্য দিতে হচ্ছে ৫০০ টাকা। পদ্ম ফুল বিক্রি হচ্ছে ১০ থেকে ১২ টাকায়। আপেল ১২০ টাকা, মুসাম্বি ৬০ টাকা, পেয়ারা ৮০ টাকা, কমলালেবু ১০০ টাকা, ন্যাশপাতি ১০০ টাকা, বেদানা ১৪০ টাকা প্রতি কেজি দরে বিক্রি হচ্ছে। প্রতি পিস নারকেল ৫০ টাকা ও ডাব ৩০-৪০ টাকায় বিকচ্ছে।



তবে ধনের দেবীকে সন্তুষ্ট রাখতে পকেট থেকে মোটা টাকা বের করেই পুজোর বাজার করছেন মালদা শহরের বাসিন্দারা। এক ক্রেতা জানান, প্রতিবছরই লক্ষ্মীপুজোর সময় বাজার অগ্নিমূল্য হয়ে যায়। এবারও তাই হয়েছে। কিন্তু কিছুই করার নেই। দাম বেশি হলেও পুজো করতেই হবে। তাই বেশি দাম দিয়েই বাজার করতে হচ্ছে।




আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Opmerkingen


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page