আমাদের মালদা ডিজিট্যাল

Jul 31, 2021

রেকর্ড পাশে পছন্দের বিষয় বা কলেজ জুটবে তো! বাড়ছে শঙ্কা

করোনা আবহে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের পাশের হার আকাশ ছোঁয়া। পরীক্ষা না হওয়ায় ১০০ শতাংশ পরীক্ষার্থীকে পাশ করানোর সিদ্ধান্ত নিয়েছিল শিক্ষা দফতর। তবে এত সংখ্যক পড়ুয়াদের উচ্চ শিক্ষার আসন নিয়ে সংশয় দেখা দিয়েছে শিক্ষক মহলে। তবে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কলেজগুলির ক্ষেত্রে তেমন সমস্যা হবে না বলে মনে করছে কর্তৃপক্ষ।

গত শিক্ষাবর্ষে এই কলেজগুলির মোট আসন ছিল ৩০,৬৩৮টি

গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনে মালদা জেলায় ১১টি কলেজ রয়েছে। গত শিক্ষাবর্ষে এই কলেজগুলির মোট আসন ছিল ৩০,৬৩৮টি। অনার্সে ৮৪২৫ টি এবং জেনারেলে ছিল ২২,২১৩টি আসন। এবারের উচ্চমাধ্যমিকে মালদা জেলা থেকে ৪০,০৩৪ জন পরীক্ষার্থী পরীক্ষা দেন। সকলেই পাশ করলে নিশ্চিতভাবে সকলের জন্য আসন থাকছে না। গৌড়বঙ্গের অধীনস্থ মালদা সহ দুই দিনাজপুরের কলেজগুলির আসন সংখ্যা একত্রিত করে হয় ৫৫,৯৬৪। আবার তিন জেলার মোট উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী ৭৫,৬৩০। এখনও পর্যন্ত রাজ্য শিক্ষা দফতর থেকে আসন সংখ্যা বাড়ানো নিয়ে কোনও নির্দেশিকা না আসায়, ভরতির ক্ষেত্রে পড়ুয়াদের সমস্যার সম্মুখীন হতে হবে বলে মনে করছেন শিক্ষক মহলের একাংশ। ইতিমধ্যে গৌড়বঙ্গের অধীনস্থ কলেজগুলিতে ভরতির প্রক্রিয়া শুরু হতে চলেছে। আগামী ২ অগাস্ট থেকে অনলাইনে ভরতির জন্য আবেদন করতে পারবেন পড়ুয়ারা।

[ আরও পড়ুনঃ এইমসের পোস্ট গ্রাজুয়েট পরীক্ষায় সারা দেশে সপ্তম মালদার মেয়ে ধৌলি ]

আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন