Search
শীতার্ত ব্যক্তিদের শীতবস্ত্র বিতরণ করলেন মহকুমাশাসক
- আমাদের মালদা ডিজিট্যাল
- Dec 27, 2021
- 1 min read
পৌষ মাস শুরু হতেই দেখা মিলেছে শীতের। গত কয়েকদিনে বেশ জাঁকিয়ে বসেছে শীত। প্রবল শীতে দুস্থ মানুষদের পাশে দাঁড়ালেন খোদ মহকুমাশাসক। শীতের হাত থেকে রেহাই পেতে চাঁচল ও সামসীর ফুটপাতে বসবাস করা অসহায় দুস্থ মানুষদের হাতে তুলে দিলেন শীতবস্ত্র।
রবিবার রাতে চাঁচল মহকুমাশাসক কল্লোল রায় ও তাঁর দফতরের কর্মীরা সাহায্যের হাত বাড়িয়ে দেন চাঁচল-সামসী এলাকার ভবঘুরেদের দিকে। তাঁদের হাতে তুলে দিলেন শীতের কম্বল ও চাদর। প্রথমে চাঁচলের বিরস্থলির ৮১ নম্বর জাতীয় সড়কের ধারে ভিন রাজ্য থেকে আসা মূর্তি শিল্পীদের তাবুতে পরে সামসী রেলস্টেশনে ভবঘুরেদের হাতে সেখান থেকে চাঁচলের সাপ্তাহিক হাটের পাশে বসবাসকারী আরও কিছু দুস্থ মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেন মহকুমাশাসক কল্লোল রায়। প্রবল শীতে প্রশাসনকে পাশে পেয়ে খুশি ওই পরিবারগুলি। পাশাপাশি মহকুমাশাসকের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন চাঁচলের বাসিন্দারা।
[ আরও খবরঃ মালদায় রাবণ পুজো! মধ্যরাতে উপচে পড়ল ভিড় ]
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments