আমাদের মালদা ডিজিট্যাল

Jun 19, 2020

করোনা আক্রান্ত জেলা স্বাস্থ্য দফতরের আধিকারিক, গৃহবন্দি করলেন নিজেকে

Updated: Aug 10, 2020

গত তিনদিনে মালদায় করোনায় আক্রান্ত ৩৫ জন। জেলায় আক্রান্ত হয়েছেন স্বাস্থ্য দফতরের এক আধিকারিকও। আক্রান্ত হয়েছেন এক পুলিশকর্মী বলেও জানা গিয়েছে। স্বাস্থ্য আধিকারিকের আক্রান্ত হওয়ার বিষয়টি মুখ্য স্বাস্থ্য আধিকারিক মেনে নিয়েছেন।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, শেষ ২৪ ঘণ্টায় জেলায় আক্রান্ত ১২ জন। এই তালিকায় পাঁচজন মহিলা ও পুরুষ ছয়জন। একজন ইংরেজবাজারের পুরোনো আক্রান্ত, তাঁর পুনরায় লালারসের পরীক্ষায় ভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। নতুন আক্রান্তদের মধ্যে পুরাতন মালদার চারজন, হরিশ্চন্দ্রপুর-২ নম্বর ব্লকের দুইজন, কালিয়াচক-১ নম্বর ব্লকের দুইজন, কালিয়াচক-২ নম্বর ব্লকের একজন ও কালিয়াচক-৩ নম্বর ব্লকের একজন। এছাড়াও আক্রান্ত হয়েছেন জেলা এক স্বাস্থ্য আধিকারিক। জেলা স্বাস্থ্য দফতর সূত্রে জানা গেছে, গতকাল তাঁর লালারসের নমুনা পরীক্ষার জন্য সংগ্রহ করা হয়েছিল৷ রাতে তাঁর লালারসের নমুনায় করোনার হদিশ পাওয়া যায়। পজিটিভ রিপোর্ট জানতে পেরেই তিনি নিজেকে গৃহবন্দি করেছেন।

জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ভূষণ চক্রবর্তী বলেন, স্বাস্থ্য দফতরের এক শীর্ষস্থানীয় আধিকারিকের লালারসের নমুনায় করোনার হদিশ মিলেছে। তবে তাঁর কোনও উপসর্গ নেই৷ বাড়িতে রেখেই তাঁর চিকিৎসার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷

টপিকঃ #CoronaVirus