Search
হরিশ্চন্দ্রপুরে পারিবারিক অশান্তির জেরে গলায় ফাঁস
- আমাদের মালদা ডিজিট্যাল
- Oct 17, 2019
- 1 min read
Updated: Aug 12, 2020
পারিবারিক অশান্তির জেরে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলেন এক ব্যক্তি। বৃহস্পতিবার সকালে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনাটি ঘটেছে মালদহের হরিশ্চন্দ্রপুর ১ ব্লকের রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের বিরুহা এলাকায়। মৃত ব্যক্তির নাম মহম্মদ মহসিন ওরফে টুকা (৫০)। মহসিন সাহেব কৃষকের কাজ করতেন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পারিবারিক অশান্তির জেরে চারদিন ধরে প্রতিবেশীর বাড়িতে আশ্রয় নিয়েছিলেন মহসিন সাহেবের স্ত্রী সহ চার সন্তান। চারদিন ধরে বাড়িতে একাই ছিলেন মহসিন সাহেব। আজ সকালে তাঁর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। মৃতদেহটিকে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
Comentarios