top of page

ফের ডুবল মেডিকেল কলেজ সহ শহরের একাংশ

গত রাতের ভারী বর্ষণে জলে ডুবল মালদা মেডিকেল কলেজ সহ শহরের একাধিক এলাকা। সারাদিন ধরে জমা জল পেরিয়ে দৈনন্দিন কাজ করতে হল সাধারণ মানুষকে। এনিয়ে পুরসভার প্রতি ক্ষোভ দেখা দিয়েছে সাধারণ মানুষের মনে। তবে মেডিকেল কলেজে জল ঢুকে পড়ার কারণে চিকিৎসা পরিসেবায় কোনও প্রভাব পড়েনি বলে দাবি করেছে মেডিকেল কর্তৃপক্ষ।


আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী গত ২৪ ঘণ্টায় (আজ সকাল আটটা পর্যন্ত) মালদা জেলা জুড়ে বৃষ্টি হয়েছে ৯১.৭০ মিলিমিটার। এখনও পর্যন্ত বছরের বৃষ্টিপাতের পরিমাণ ৯৬৭.০০ মিলিমিটার। অন্যান্য বছরে বৃষ্টিপাতের পরিমাণ থাকে ১৪১৯.৪০ মিলিমিটার। তবে গতকাল রাতের ভারী বর্ষণের প্রভাব পড়েছে শহর জুড়ে। জল জমে যায় নেতাজি পুরবাজার সহ মালদা শহরের প্রান্তপল্লি, সর্বমঙ্গলাপল্লি, সুভাষপল্লি, বিবেকানন্দপল্লিতে। জল ঢুকে পড়ে মেডিকেল কলেজেও। তড়িঘড়ি জল বের করার উদ্যোগ নেয় মেডিকেল কর্তৃপক্ষ। মেডিকেল সুপার পূরঞ্জয় সাহা জানান, গতকালের ভারী বর্ষণে মেডিকেলের বেশকিছু অংশে জল ঢুকে পড়েছিল। দ্রুত সেই জল বের করা হয়েছে। হাসপাতাল ভবনের নিচের তলার ওয়ার্ড স্থানান্তর করার কথাও চিন্তাভাবনা করা হচ্ছে।



এদিকে, গত বছরের পর এবছরও বেহাল নিকাশি ব্যবস্থার ফল ভুগতে হওয়ায় পুরসভার প্রতি ক্ষোভ উগড়ে দিয়েছেন মালদা শহরের মানুষজন। তাদের দাবি, গতবছর বেশ কয়েকদিন সারা শহর জলের তলায় ছিল। সেই সময় মহকুমাশাসক পুরসভার দায়িত্বে ছিলেন। তিনি শহর জুড়ে জল নিষ্কাসনের জন্য ৯টি পাম্প হাউস তৈরির কথা বলেছিলেন। ভোট এল ভোট গেল। কিন্তু এখনও সেই পাম্প হাউস তৈরি হল না। দিনের পর দিন সাধারণ মানুষকে এভাবেই নাজেহাল হতে হচ্ছে।


[ আরও খবরঃ বোমা তৈরির মশলা সহ গ্রেফতার কারবারি ]



আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page