top of page

উত্তরের বৃহত্তম মালদা কলেজের প্ল্যাটিনাম জুবিলি

১৯৪৩ সালের ২৩ জুলাই পথ চলা শুরু করেছিল মালদা কলেজ৷ জেলার প্রথম কলেজ হিসাবে প্রতিষ্ঠা লাভ করেছিল এই শিক্ষায়তন৷ দিন, তারিখের পঞ্জি মেনে গত ২৩ জুলাই ৭৫ বছর পার করেছে এই কলেজ৷ বর্তমানে এই কলেজ শুধু মালদা নয়, উত্তরবঙ্গের বৃহত্তম কলেজ হিসাবে পরিচিত৷ ৭৫ বছর পূর্তিতে আগামী জানুয়ারিতে একাধিক অনুষ্ঠানের আয়োজন করেছে কলেজ কর্তৃপক্ষ৷ সেদিকেই এখন তাকিয়ে জেলার সাত থেকে সত্তরের দল৷



মালদা কলেজের অধ্যক্ষ মানসকুমার বৈদ্য জানালেন, বর্তমানে এই কলেজের পড়ুয়ার সংখ্যা প্রায় ৬ হাজার৷ ২৮টি বিষয়ে এখানে অনার্স পড়ার বন্দোবস্ত রয়েছে৷ বাংলা, ইংরেজি ও ইতিহাস বিষয়ে এই কলেজে স্নাতকোত্তর শ্রেণিও রয়েছে৷ আধুনিকতার সঙ্গে তাল মিলিয়ে কলেজে চালু হয়েছে ব্যাচেলর অফ কম্পিউটার অ্যাপ্লায়েন্সেস ও কম্পিউটার সায়েন্স বিভাগ৷ কলেজে রয়েছে নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয় ও বর্ধমান বিশ্ববিদ্যালয়ের স্টাডি সেন্টার৷ প্রায় ৫২ বিঘা জায়গার উপর মালদা কলেজের কলেবর অত্যন্ত বিশাল৷ কলেজের সুবর্ণ জয়ন্তী বর্ষে তাঁরা মালদাবাসীকে উপহার দিয়েছিলেন মালদা কলেজ অডিটোরিয়াম৷ প্ল্যাটিনাম জুবিলিতে তাঁরা কলেজে নির্মাণ করছেন সায়েন্স ব্লক৷ উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের আর্থিক আনুকূল্যে এই ব্লক নির্মিত হচ্ছে৷ এই ব্লক নির্মাণের জন্য প্রভূত সাহায্য করেছেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ ও জেলাশাসক কৌশিক ভট্টাচার্য৷ এই ব্লক নির্মাণের মধ্যে দিয়ে তাঁদের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হতে চলেছে৷

মানসবাবু বলেন, প্ল্যাটিনাম জুবিলি উপলক্ষ্যে ১০ থেকে ৩০ জানুয়ারি তাঁরা বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছেন৷ ১০ থেকে ২০ জানুয়ারি পর্যন্ত আন্তঃ স্কুল ও আন্তঃ কলেজ ক্রীড়া প্রতিযোগিতা চলবে৷ ১৬ থেকে ১৯ জানুয়ারি স্কুল ও কলেজগুলিতে কুইজ, মডেল, বিতর্ক প্রতিযোগিতা৷ ১৫ জানুয়ারি অনুষ্ঠিত হবে কবিতা উৎসব৷ এই অভিনব উৎসবে দক্ষিণবঙ্গের ৯ জন বিশিষ্ট কবি অংশ নেবেন৷ তাঁদের সঙ্গে মালদার কবিরাও নিজেদের কবিতা পাঠ করবেন৷ এই অনুষ্ঠানে তাঁরা আপামর মালদাবাসীকে আমন্ত্রণ জানাচ্ছেন৷ ১৬ জানুয়ারি কৃষিমন্ত্রীর উপস্থিতিতে কলেজ অডিটোরিয়ামের সানাউল্লাহ্ মঞ্চে আয়োজিত হবে ‘কলেজ উইথ কমিউনিটি’ শীর্ষক একটি সেমিনার৷ কলেজের ছাত্রছাত্রীরা কীভাবে তাঁদের সমাজকে এগিয়ে নিয়ে যাবেন, সেব্যাপারেই এই সেমিনারে আলোকপাত করা হবে৷ পড়ুয়াদের ভাবনাকে বাস্তবে রূপায়িত করার জন্য ১৭ জানুয়ারি সানাউল্লাহ্ মঞ্চে একটি কর্মশালার আয়োজন করা হয়েছে৷ কর্মশালাটি পরিচালনা করবেন শিশির দাস৷ ১৭ থেকে ২৪ জানুয়ারি তাঁরা নাট্য উৎসবের আয়োজন করেছেন৷ মালদা জেলার ৬টি নাটকের দল এই উৎসবে অংশ নিচ্ছে৷ এই উৎসবের উদ্‌বোধন করবেন মালদা কলেজেরই প্রাক্তনী, নাট্যকার চন্দন সেন৷ শেষ দু’দিন অনুষ্ঠিত হবে সুমন মুখোধ্যায়ের নাটক ‘ডন, তাকে ভালো লাগে’ ও মন্ত্রী ব্রাত্য বসুর নাটক ‘মীরজাফর’৷ ২৬ জানুয়ারি দুর্গাকিংকর সদনে মালদা কলেজের প্রাক্তনীদের পুনর্মিলন উৎসব আয়োজিত হবে৷ সারাদিন ধরে গানবাজনা, আড্ডা চলবে৷ প্রাক্তনীদের মধ্যাহ্নভোজন সেখানেই হবে৷ আমাদের মালদার মাধ্যমে তাঁরা এই অনুষ্ঠানে কলেজের সমস্ত প্রাক্তনীদের উপস্থিত থাকার জন্য আহ্বান জানাচ্ছেন৷

অধ্যক্ষ আরও জানান, প্ল্যাটিনাম জুবিলি উপলক্ষ্যে তাঁদের মূল সাংস্কৃতিক অনুষ্ঠান হবে ২৭ থেকে ৩০ জানুয়ারি৷ নিজেদের খেলার মাঠেই তাঁরা এই অনুষ্ঠানের আয়োজন করছেন৷ প্রথমদিন মঞ্চে গান গাইবেন কৌশিকী চক্রবর্তী৷ প্রথমদিন অনুষ্ঠানের উদ্‌বোধন করবেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ৷ ২৮ তারিখ বিকেলে ওই মঞ্চে তাঁরা মালদা কলেজের খ্যাতনামা প্রাক্তনীদের সংবর্ধনা দেবেন৷ রাতে কল্যাণ সেন বরাটের গ্রুপ নৃত্যানুষ্ঠান মঞ্চস্থ করবে৷ ২৯ জানুয়ারি সন্ধেয় কলকাতার শিল্পীরা মালদাবাসীকে মিউজিক্যাল কোলাজ শোনাবেন৷ রাতে মঞ্চে গান গাইবেন চাঁচলের শিল্পী ঋষি চক্রবর্তী৷ শেষ দিন মঞ্চে গান গাইবেন ইমন চক্রবর্তী৷ এছাড়াও ২৭ থেকে ৩০ জানুয়ারি প্রতিদিনই মঞ্চে বিভিন্ন আলোচনা সভার আয়োজন করা হয়েছে৷


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page