অনশনে জিকেসিআইইটি থেকে ছাঁটাই কর্মীরা
top of page

অনশনে জিকেসিআইইটি থেকে ছাঁটাই কর্মীরা

পুনর্বহালের দাবিতে গত ১৫ জানুয়ারি থেকে গণি খান চৌধুরি ইন্সটিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির মূল ক্যাম্পাসের গেটের সামনে অনশন আন্দোলন শুরু করেছেন ছাঁটাই হওয়া অস্থায়ী কর্মীরা৷ টানা অনশনে ইতিমধ্যেই একজন অসুস্থ হয়ে পড়েছেন৷ যদিও কর্তৃপক্ষ সাফ জানিয়ে দিয়েছে, এভাবে আন্দোলন করে কিছু আদায় করা যাবে না৷ এই কর্মীদের পুনর্বহাল করার ক্ষমতা কর্তৃপক্ষের হাতে নেই৷


গত জুন মাসে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ তাঁদের কাজ থেকে ছাঁটাই করে৷ তারপর থেকে পুনর্বহালের দাবিতে তাঁরা একাধিকবার আবেদন জানিয়েছেন৷ কর্তৃপক্ষ তাঁদের আশ্বাস দিয়েছিল, ২০১৮ সালের জানুয়ারিতে তাঁদের পুনর্বহাল করা হবে৷ কিন্তু কোনও কাজ হয়নি৷ ছাঁটাই হওয়া কর্মীদের বক্তব্য, তাঁদের কেউ ৫ বছর, কেউ বা ৭ বছর ধরে এই শিক্ষা প্রতিষ্ঠানে অস্থায়ীভাবে কাজ করে আসছেন৷ অবশেষে বাধ্য হয়েই তাঁরা অনশন আন্দোলনের পথে নামতে বাধ্য হয়েছেন৷

অনশনে জিকেসিআইইটি থেকে ছাঁটাই কর্মীরা

আন্দোলনকারীরা বলেন, ২০১০ সাল থেকে তাঁরা এই প্রতিষ্ঠানে কাজ করছেন৷ এই কাজের উপরেই তাঁদের সংসার চলত৷ কিন্তু গত বছরের জুন মাসে তাঁদের কাছ থেকে ছাঁটাই করা হয়৷ কাজ হারিয়ে তাঁরা প্রায় না খেয়ে দিন কাটাচ্ছেন৷ তাঁদের পরিবর্তে এর মধ্যেই প্রতিষ্ঠান কর্তৃপক্ষ নতুন লোক নিয়োগ করে ফেলেছে৷ এরই প্রতিবাদে তাঁরা গত ১৫ তারিখ থেকে ক্যাম্পাসের গেটের সামনে লাগাতার অনশন আন্দোলন শুরু করেছেন৷ তাঁদের পুনর্বহাল না করা পর্যন্ত এই আন্দোলন চলতে থাকবে৷ এই মুহূর্তে যে পরিস্থিতির মধ্যে তাঁরা রয়েছেন, তাতে আত্মহত্যা করা ছাড়া তাঁদের সামনে দ্বিতীয় কোনও রাস্তা খোলা নেই৷

যদিও এই সব অস্থায়ী শ্রমিকদের পুনর্বহালে তাঁদের কোনও অধিকার নেই বলে জানিয়ে দিয়েছেন জিকেসিআইইটি’র ডিরেক্টর পিআর আলাপতি৷ তিনি সাফ জানিয়ে দেন, এভাবে চাপ তৈরি করে কোনও লাভ হবে না৷ আউটসোর্সিং এজেন্সির মাধ্যমে অস্থায়ী কর্মী নিয়োগ করেন তাঁরা৷ পুরোনো এজেন্সির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় আগের অস্থায়ী কর্মীদের স্বাভাবিক নিয়মেই কাজ চলে গিয়েছে৷ নতুন এজেন্সি নিয়োগের টেন্ডার প্রক্রিয়া শুরু হয়েছে৷ তবে পুরোনো কর্মীদের জন্য তাঁদের সহানুভূতি রয়েছে৷ নতুন এজেন্সি নিয়োগ হলে অস্থায়ী কর্মী নিয়োগে পুরোনো কর্মীদের অগ্রাধিকার দেওয়ার জন্য তাদের বলা হবে৷


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page