খুনের ঘটনায় যাবজ্জীবন সাজা ঘোষণা আদালতের
খুনের অভিযোগে অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ আদালতের। আজ দুপুরে এই রায় ঘোষণা করা হয়।
আইনজীবী তীর্থ বসু জানান, গত ২০২১ সালের ২০ অগাস্ট রাত পৌনে বারোটা নাগাদ মানিকচক থানার গোপালপুর ঈশ্বরটোলা গ্রামের বাসিন্দা মানিক মণ্ডলকে পেটে চাকু মেরে খুন করে প্রশান্ত মণ্ডল। তাঁর স্ত্রী পুলিশে খুনের অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে প্রশান্ত মণ্ডলকে গ্রেফতার করে পুলিশ। একাধিক প্রমাণ-সাক্ষীর ভিত্তিতে আদালত প্রশান্তকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সাজা ঘোষণা করে।
উল্লেখ্য, ২০২১ সালে ২০ অগাস্ট রাতে মানিকচকের গোপালপুর ঈশ্বরটোলা গ্রামের বাসিন্দা মানিক মণ্ডল খুন হন। এই ঘটনায় মানিকবাবুর স্ত্রী বীথিকা মণ্ডল প্রতিবেশী প্রশান্ত মণ্ডলের নামে পুরোনো বিবাদের জেরে খুনের অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ প্রশান্তকে গ্রেফতার করে।
[ আরও খবরঃ মিস্ত্রিপাড়ায় মায়ের ত্রিনয়ন ]
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments