ট্রেন থেকে ধাক্কা দিয়ে খুনের অভিযোগ
- আমাদের মালদা ডিজিট্যাল
- Mar 22, 2021
- 1 min read
Updated: Mar 23, 2021
ট্রেনের মধ্যে দুষ্কৃতীরা অনুসরণ করছিল। সেকথা ফোনে পরিবারের লোকদের জানিয়েছিলেন ওই ব্যক্তি। পরদিন রেললাইনের ধার থেকে ওই ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়। মৃতদেহটি ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে মালদা জিআরপি।
মৃত ব্যক্তির নাম সকল হেমব্রম (৩০)। বাড়ি ঝাড়খণ্ডের গোড্ডা জেলার সুন্দরপাহাড়ি ব্লকের মাসপারা গ্রামে৷ পরিবার সূত্রে জানা গিয়েছে, মাস দেড়েক আগে মিজোরাম কাজ করতে যান তিনি৷ গত পরশু বাড়ি ফেরার জন্য ট্রেন ধরেন তিনি।

পরিবার অভিযোগ, “ট্রেনে ওঠার পর থেকেই সকলবাবু পরিবারের লোকদের ফোন করে জানান, তাঁর গুণ্ডারা তাঁকে অনুসরণ করছে৷ তাঁদের হাত থেকে বাঁচতে তিনি ট্রেন থেকে ঝাঁপ দেওয়ার কথাও ভাবছেন৷ সকলবাবু মালদা স্টেশনে ট্রেন থেকে নেমে অন্য ট্রেনে উঠে পড়েন। গুণ্ডারাও তাঁকে অনুসরণ করে ওই ট্রেনে উঠে পড়ে। এরপর থেকে পরিবারের সঙ্গে আর যোগাযোগ হয়নি সকলবাবুর। সন্ধে নাগাদ জিআরপির মাধ্যমে পরিবারের লোকজন সকলবাবুর মৃতদেহ উদ্ধারের খবর পান। পরিবারের লোকদের অনুমান, দুষ্কৃতীরা সকলবাবুকে ট্রেন থেকে ধাক্কা দিয়ে ফেলে খুন করেছে।
[ আরও খবরঃ বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে খুন! রণক্ষেত্র সাহাপুর ]
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments