top of page

মালদার যৌনপল্লিতে আনন্দে মুখরিত ভাইফোঁটা উৎসব

মালদা শহরের যৌনকর্মীদের নিয়ে ভাইফোঁটা পালন করলেন মালদা শহরের একটি স্বেচ্ছাসেবী সংস্থা। বাঙালি এই রীতিতে সমাজের একদল যুবককে ভাই হিসেবে পেয়ে খুশি শহরের যৌনকর্মীরাও।


মালদা শহরের হংসগিরি লেন মালদা শহরের যৌনপল্লি হিসেবে পরিচিত। শহরের ভদ্র সমাজের লোকেরা ওই এলাকার দিকে ফিরেও তাকান না। কার্যত সমাজ থেকে যেন কিছুটা ছিটকে পড়েছেন মালদা শহরের যৌনকর্মীরা। ওই যৌনকর্মীদের বোন হিসেবে মেনে নিয়ে তাদের হাতে ভাইফোঁটা নিলেন মালদা শহরের কিছু যুবক। মঙ্গলবার দুপুরে পুড়াটুলি এলাকার হংসগিরি লেনে ভাইফোঁটার আয়োজন করে এক স্বেচ্ছাসেবী সংস্থা।



শহরের একদল যুবককে ভাই হিসেবে পেয়ে খুশি যৌনকর্মীরাও। তাঁরা বলেন, এই উৎসবে শহরের এক দল যুবককে ভাই হিসেবে পেয়ে তাঁরা আনন্দিত। ভাইদের কপালে ফোঁটা দিয়ে তাঁরা দীর্ঘায়ু কামনা করেছেন। ওই সংস্থার পক্ষে তমাল বসাক বললেন, যৌনকর্মীরা বর্তমান সমাজে অবহেলিত। তাঁদের প্রাপ্য সম্মানটুকু ফিরিয়ে দিতে আমরা এই ভাইফোঁটার আয়োজন করেছি। যৌনকর্মীরা সমাজের অঙ্গ, তা বুঝিয়ে দিতেই এই আয়োজন। গত বছর ধরে আমরা এই উৎসব পালন করছি।



Kommentare


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page