top of page

জোড়া আগ্নেয়াস্ত্র সহ রতুয়ায় ধৃত যুবক

Updated: Aug 10, 2020

আগ্নেয়াস্ত্র সহ এক যুবককে গ্রেফতার করল রতুয়া থানার পুলিশ। ধৃত ব্যক্তিকে আজ মালদা চাঁচল মহকুমা আদালতে পেশ করা হয়েছে।


Ratua police arrested a youth with a firearm


ধৃত যুবকের নাম মোজাম্মেল আলি (২২)। বাড়ি হরিশ্চন্দ্রপুরের চণ্ডীপুর এলাকায়। গতকাল রাতে রতুয়া থানার বাহারাল এলাকায় পুলিশের নাকা চেকিং চলছিল। সেই সময় পুলিশ মোটর বাইকে আসা দুই যুবককে আটকায়। পুলিশের কিছু বুঝে ওঠার আগেই ঘটনাস্থল থেকে পালিয়ে যায় এক যুবক। অপর যুবকের কাছে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় দু’টি পাইপ গান ও দু’টি বুলেট।



রতুয়া থানার পুলিশ জানিয়েছে, ধৃতদের ১০ দিনের পুলিশি হেপাজতের আবেদনে আজ চাঁচল মহকুমা আদালতে পেশ করা হয়েছে।



Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page