আমাদের মালদা ডিজিট্যাল

Jul 27, 2021

শতোর্ধ্ব বৃদ্ধার শেষ যাত্রায় আজব কাণ্ড, হতবাক পথচলতি মানুষ

শ্মশান যাত্রায় শোকের বদলে বাজল ডিজে, উড়ল আবির। বৃদ্ধার মৃত্যুতে পরিজনের পাশাপাশি আনন্দে মাতল গ্রামবাসীরা। শ্মশান যাত্রার এমন বিরল দৃশ্য দেখে হতবাক পথচলতি মানুষ। ঘটনাটি ঘটেছে মানিকচকের মথুরাপুর এলাকায়।

মৃত বৃদ্ধার নাম অহিল্লা ঘোষ। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১০৫ বছর। মথুরাপুর অঞ্চলের গোয়ালপাড়া এলাকার বাসিন্দা ছিলেন তিনি। তাঁর ছয় সন্তানের মধ্যে এখন তিন সন্তান জীবিত। ১০৫ বছরে জীবনের ভালো মন্দ সমস্ত সময় কাটিয়েছেন তিনি। অবশেষে মঙ্গলবার সকালে মৃত্যু হয় তাঁর। তবে অহিল্লাদেবীর মৃত্যুর শোক নেই পরিবারের। শোক জ্ঞাপনের বদলে আনন্দে মেতে ওঠেন পরিজনরা। আজ বিকেল নাগাদ বৃদ্ধার শ্মশান যাত্রা বের হয়। সেই শ্মশান যাত্রায় ডিজে-ব্যান্ড-বাজনা-আবির সহ বিভিন্ন সামগ্রী নিয়ে আনন্দ করতে দেখা যায় পরিজনদের। নাচতে নাচতে গোটা মথুরাপুর এলাকায় পরিক্রমা করে এই শ্মশান যাত্রা।

মৃত বৃদ্ধার নাতি মানিক ঘোষ জানান, এতটা বয়স সচরাচর মানুষ এখন খুব কম বাঁচে। ঠাকুমার এত বয়স ধরে পরিবারের সঙ্গে যুক্ত রয়েছেন। চোখের সামনে ছোটোদের অনেককে মৃত্যুর মুখে ঢলে যেতে দেখেছেন। জীবনের সমস্ত মুহূর্ত উপভোগ করেছেন ঠাকুরমা। তাঁর মৃত্যুতে আনন্দ করছে গোটা পরিবারের সদস্যরা। এতটা সময় বেচে থেকে জীবনের সব স্বাদই বুঝেছে, তাই আনন্দের সাথে ঠাকুমাকে বিদায় দেওয়া হচ্ছে।

[ আরও খবরঃ পঞ্চায়েতে অনাস্থা আনতে সদস্যদের অপহরণের অভিযোগ ]

আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন