আমাদের মালদা ডিজিট্যাল

Apr 6, 2022

অপরাধ দমনে সিসি ক্যামেরা হরিশ্চন্দ্রপুরে

একের পর এক অপরাধের ঘটনা সামনে আসছিল হরিশ্চন্দ্রপুর জুড়ে। অবশেষে অপরাধ দমন করতে পুলিশ প্রশাসনের পাশে দাঁড়াল ভালুকা গ্রামপঞ্চায়েত। পঞ্চায়েতের সাহায্যে ওই এলাকায় অপরাধ দমন করতে পাঁচটি সিসি ক্যামেরা বসানো হল।

ভালুকা ফাঁড়ির ওসি ঝোটন প্রসাদ জানান, ভালুকা পঞ্চায়েতের সাহায্যে বাজার, বাসস্ট্যান্ড, রাজ্য সড়ক এবং সীমান্তবর্তী এলাকাগুলোতে বেশ কিছু সিসি ক্যামেরা বসানো হয়েছে। সিসি ক্যামেরা থাকার দরুন অপরাধীদের খুব সহজেই চিহ্নিত করা যাবে। এতে সাধারণ মানুষের চলাচলেও সুবিধে হবে।

উল্লেখ্য, কয়েকদিন আগেই হরিশ্চন্দ্রপুরে অফিসের ডাকাতি, পেট্রোলপাম্পে দুষ্কৃতী হানার মতো ঘটনা ঘটেছে। এরপর থেকেই এলাকার নিরাপত্তা নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছিল। ভালুকা এলাকায় সিসি ক্যামেরা বসানোর খুশির হাওয়া ব্যবসায়ী মহলে।

[ আরও খবরঃ চাঁচলে ডাকাতির কিনারা করল পুলিশ, গ্রেফতার ৫ ]

আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন