top of page

সাইবার প্রতারণা থেকে বাঁচতে জেলা প্রশাসনের একগুচ্ছ নির্দেশিকা

সাইবার ক্রাইম রুখতে মোবাইল অপারেটর, সিম ডিস্ট্রিবিউটর ও বিক্রেতাদের নিয়ে একটি কর্মশালার আয়োজন করল জেলা পুলিশ প্রশাসন। শুক্রবার দুপুরে মালদা কলেজ অডিটোরিয়ামের সানাউল্লাহ মঞ্চে এই কর্মশালার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন কালিয়াচকের এসডিপিও সম্ভব জৈন, সাইবার ক্রাইম থানার আইসি দীপক কুমার দাস সহ বিভিন্ন কোম্পানির সিম ডিস্ট্রিবিউটর ও রিটেলাররা।ভুয়ো সিম কার্ড ব্যবহার করে সাইবার ক্রাইমের অভিযোগ একাধিকবার উঠে এসেছে। এনিয়ে বিক্রেতাদের ও ক্রেতাদের সতর্ক করতে আজ একটি কর্মশালার আয়োজন করা হয়। বৈঠকে বিক্রেতাদের বলা হয়, গ্রাহকদের আসল নথি দেখে সিম কার্ড বিক্রি করতে, রেজিস্টার ঠিকঠাক রাখতে পাশাপাশি প্রতিটি দোকানে সিসি ক্যামেরা ইনস্টল করতে। পাশাপাশি এদিনের কর্মশালায় বিভিন্ন ধরণের সাইবার ক্রাইম নিয়েও আলোচনা করা হয়। প্রতিটি গ্রাহক যাতে নিজের ফটো কিংবা আঙুলের ছাপ দেওয়ার আগে বিষয়টি যাচাই করে নেন এনিয়েও জেলা প্রশাসনের তরফে আবেদন জানানো হয়েছে। সাইবার প্রতারণা থেকে বাঁচতে জেলা পুলিশের টিপস - ক্লিক করে পড়ুন।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

留言


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page