মহানন্দায় উদ্ধার সবজি বিক্রেতার মৃতদেহ
তিন দিন নিখোঁজ থাকার পর অবশেষে মহানন্দা নদী থেকে মৃতদেহ উদ্ধার হল এক সবজি ব্যবসায়ীর। বৃহস্পতিবার এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ইংরেজবাজার থানার রায়পুর এলাকায়।
মৃত ব্যক্তির নাম দ্বিজেন ঋষি (৫০)। বাড়ি ইংরেজবাজার থানার রায়পুর এলাকায়। দ্বিজেনবাবু একজন সবজি বিক্রেতা ছিলেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার সকালে তিনি বাড়ি থেকে বের হন। তারপর আর বাড়ি ফেরেনি দ্বিজেনবাবু। পরিবারের লোকেরা থানায় অভিযোগ জানান। তিন দিন পর অবশেষে আজ তাঁর মৃতদেহ উদ্ধার হয় রায়পুর এলাকার মহানন্দা নদী থেকে। ইংরেজবাজার থানার পুলিশ মৃতদেহটিকে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে।
দ্বিজেনবাবুর এক আত্মীয় জানান, আজ সকালে স্থানীয় লোকজন নদীতে একটি দেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন। খবর আসে তাঁদের কাছেও। তাঁরা ছুটে গিয়ে দেখেন দ্বিজেনবাবুর মৃতদেহ জলে ভাসছে। তাঁদের অনুমান কেউ বা কারা দ্বিজেনবাবুকে খুন করেছে।
প্রতীকী ছবি।
Comments