আসন বাড়ল ২০ শতাংশ জামালপুর ইন্টারসিটি এক্সপ্রেসে
মালদা-জামালপুর ইন্টারসিটি এক্সপ্রেসের নতুন কামরার উদ্বোধন হল শুক্রবার। উদ্বোধন করেন মালদা ডিভিশনের ডিআরএম যতীন্দ্র কুমার। উপস্থিত ছিলেন স্টেশন ম্যানেজার দিলীপ চৌহান সহ অন্যান্য আধিকারিকরা।
জানা গেছে, যাত্রীদের দীর্ঘদিনের দাবি মেনে মালদা-জামালপুর ইন্টারসিটি এক্সপ্রেসের নতুন কামরার উদ্বোধন করা হয় শুক্রবার ভোরে। সবুজ পতাকা দেখিয়ে নতুন কামরাযুক্ত ট্রেনের সূচনা করেন ডিআরএম। নতুন কামরার কারণে এই ট্রেনে অতিরিক্ত ২০ শতাংশ আসন বেড়েছে বলে দাবি রেল কর্তৃপক্ষের। এদিনে ভোরে ১৪ কামরা বিশিষ্ট ইন্টারসিটি এক্সপ্রেস গন্তব্যস্থলের দিকে রওয়ানা দেয়।
Comentários