রাজ্যে নতুন ২ হাজার মদের দোকানের অনুমতি, বিক্ষোভে এসইউসিআই
বিহারের মত পশ্চিমবঙ্গে মদ বিক্রি বন্ধের দাবিতে জেলা প্রশাসনের আবগারি ডিপার্টমেন্ট সুপারকে ডেপুটেশন দিল এসইউসিআই সংগঠন। উপস্থিত ছিলেন জেলা এসইউসিআই সংগঠনের সভাপতি গৌতম সরকার। তিনি জানান, রাজ্য সরকার নতুন করে ২ হাজার মদের দোকানের অনুমতি দিয়েছে রাজ্য সরকার। অবিলম্বে সমস্ত দোকান মদের দোকান বন্ধ করতে হবে। মদের কারণে যুব সমাজ ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। মদের কারণে প্রতিনিয়ত মহিলাদের নির্যাতিত হতে হচ্ছে। রাজ্যে মদের দোকান বন্ধের দাবিতে আজ জেলা প্রশাসনের আবগারি ডিপার্টমেন্ট সুপারের দ্বারস্থ হয়েছেন তাঁরা।
মদের কারণে যুব সমাজ ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। মদের কারণে প্রতিনিয়ত মহিলাদের নির্যাতিত হতে হচ্ছে।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments