বাল্যবিবাহ রোধে বিশেষ কর্মসূচি পুরাতন মালদায়
top of page

বাল্যবিবাহ রোধে বিশেষ কর্মসূচি পুরাতন মালদায়

বাল্যবিবাহ রোধে স্কুল পড়ুয়াদের নিয়ে সচেতনতামূলক কর্মশালার আয়োজিত হল পুরাতন মালদার বাচামারি জিকে হাইস্কুলে। একটি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে এবং মালদা থানার সহযোগিতায় এই সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন ডিএসপি (ডিএনটি) আজারুদ্দিন খান, মালদা থানার আইসি হীরক বিশ্বাস সহ স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা।


এদিনের কর্মসূচিতে স্কুলের ছাত্রছাত্রীদের সামনে বাল্যবিবাহ রুখতে নানা পরামর্শ ও উদাহরণ তুলে ধরা হয়। পাশাপাশি বাল্যবিবাহের সমস্যার কথাও তুলে ধরেন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। বাল্যবিবাহ আইনত অপরাধ, বাল্যবিবাহ রোধে পুলিশের ভূমিকা, পড়ুয়াদের কী কী করণীয় তা জানান পুলিশ আধিকারিকরা।





আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page