গোপনসূত্রে খবর পেয়ে ৫০০ গ্রাম ব্রাউনশুগার সহ এক পাচারকারীকে গ্রেফতার করল ইংরেজবাজার থানার পুলিশ। বুধবার রাতে মালদা শহরের কানিমোড় এলাকায় হানা দিয়ে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। উদ্ধার হওয়া ব্রাউনশুগারের আনুমানিক বাজারমূল্য ২০ লক্ষ টাকা।
ধৃত মাদক পাচারকারীর নাম আলিম শেখ। বাড়ি কালিয়াচক থানার নারায়ণপুর এলাকায়। পুলিশ জানিয়েছে, মালদা শহরের ঝলঝলিয়া এলাকার একটি হোটেলে আশ্রয় নিয়েছিল ওই মাদক কারবারী। সেখান থেকেই প্যাকেটবন্দি ৫০০ গ্রাম ব্রাউনশুগার পাচার করার পরিকল্পনা ছিল ওই ব্যক্তির। গভীর রাতে ওই ব্যক্তিকে গ্রেফতার করে তার হেপাজত থেকে ব্রাউনশুগার (#BrownSugarNews) উদ্ধার করা হয়েছে।
এদিকে, এই ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখার পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ।
Comments