top of page

চাঁচলে চোরাই বাইক সহ গ্রেফতার সাত

বাইক পাচার চক্রের সাত পাণ্ডাকে গ্রেফতার করল চাঁচল থানার পুলিশ। উদ্ধার হয়েছে সাতটি চোরাই মোটরবাইকও। ধৃতদের আজ চাঁচল মহকুমা আদালতে পেশ করা হয়েছে।


গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাতে চাঁচল পুলিশের একটি দল চন্দ্রপাড়ার উজিতপুরে অভিযান চালিয়ে চোরাই বাইক সহ সাতজনকে গ্রেফতার করে। উদ্ধার হওয়া বাইকগুলি আদালতের মাধ্যমে আইনি প্রক্রিয়ায় প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়ার কথা জানানো হয়েছে চাঁচল পুলিশের পক্ষ থেকে।চাঁচল থানার আইসি সুকুমার ঘোষ বলেন, গোপন সূত্রের খবর পেয়ে সোমবার গভীর রাতে চাঁচল ২ নং ব্লকের চন্দ্রপাড়া গ্রামপঞ্চায়েতের উজিতপুরে অভিযান চালানো হলে উদ্ধার হয় সাতটি বাইক। এবং ওই ঘটনায় সাতজনকে গ্রেফতার করা হয়েছে। এই পাচার চক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। জিজ্ঞাসাবাদের জন্য এক অভিযুক্তকে পুলিশি হেপাজতের আবেদন জানানো হয়েছে।


মালদা জেলার খবর ও বিনোদনের লেটেস্ট ভিডিয়ো আপডেট পেতে ক্লিক করুনComentários


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page