top of page

মালদার কান্ডারণ থেকে উদ্ধার বিরল পাইথন ও কিং-কোবরা

দুর্লভ প্রজাতির পাইথন এবং তিনটি কিং-কোবরা উদ্ধার করল বনদপ্তর। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে একজনকে। ধৃতকে আজ মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে।




ধৃত ব্যক্তির নাম মাজিদ বেদে। বাড়ি কান্ডারণ গ্রামে। গতকাল রাতে গোপন সূত্রে খবর পেয়ে গাজোল ফরেস্ট বনদপ্তরের কর্মীরা চাঁচলের কাণ্ডারণ এলাকায় অভিযান চালায়। মাজিদের হেপাজত থেকে উদ্ধার হয় তিনটি কিং-কোবরা ও একটি পাইথন। প্রাথমিকভাবে বন দপ্তরের অনুমান, বিভিন্ন বনজঙ্গল থেকে সাপ ধরে এরা গ্রামীণ এলাকায় খেলা দেখিয়ে থাকে। তবে মালদায় পাইথন দেখা যায় না। এই জাতের সাপটিকে কোথা থেকে সংগ্রহ করা হয়েছিল, তা জানতে তদন্ত শুরু করেছে বন দপ্তর। বন্যপ্রাণী সংরক্ষণ আইনের মামলা রুজু করে ধৃতকে আজ মালদা জেলা আদালতে পেশ করেছে বনদপ্তর।





আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page