তাত্ত্বিক লড়াই-ই বলুন অথবা গোষ্ঠীদ্বন্দ্ব--- সিপিএম পলিটব্যুরো’র সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ সদস্য প্রকাশ কারাত নিঃসন্দেহে বুঝিয়ে দিয়েছেন দলের অভ্যন্তরীণ সংগ্রাম শ্রেণি সংগ্রামের থেকে খুব একটা পৃথক নয়৷ বরং অভ্যন্তরীণ সংগ্রাম কখনও কখনও শ্রেণি সংগ্রামের দিশা নির্ণয়ের ক্ষেত্রে বহুলাংশে গুরুত্বপূর্ণ৷ বিজেপি নেতৃত্বাধীন জাতীয় গণতান্ত্রিক জোট (এনডিএ) এবং কংগ্রেস নেতৃত্বাধীন সম্মিলিত প্রগতিশীল মোর্চা (ইউপিএ) যে একই মুদ্রা’র দুটি ভিন্ন দিক, তা কারাত এবং তাঁর সহমতাবলম্বীরা যথার্থই অনুধাবন করেছেন৷
প্রকাশ কারাত কথিত রাজনৈতিক স্ট্র্যাটেজি নিয়ে সিপিএম-এর বঙ্গ ব্রিগেডের এক বৃহদাংশের যৎপরোনাস্তি আপত্তি রয়েছে৷ সুতরাং প্রকাশ যাই বলুন না কেন, শুধুমাত্র বঙ্গরাজনীতির পরিপ্রেক্ষিতে তার লাভক্ষতি বিচার করে কেন্দ্রীয় কমিটিতে তার বিরোধিতা করা বঙ্গসিপিএম-এর গরিষ্ঠ অংশ আশু কর্তব্য বলেই মনে করে৷ আসলে পরমাণু চুক্তি ইস্যুতে তৎকালীন ইউপিএ-২ সরকারের কঠোর বিরোধিতার যে নীতি তৎকালীন সিপিএম সাধারণ সম্পাদক প্রকাশ কঠোরভাবে নিয়েছিলেন তার খেসারত হিসাবেই কংগ্রেস-তৃণমূল জোটের বাস্তবায়ন এবং রাজ্যে অষ্টম বাম সরকার গঠিত হতে পারেনি বলে বাংলা সিপিএম-এর অধিকাংশই আজও জনান্তিকে দাবি করেন৷ অতএব প্রকাশ কারাত যা যা বলছেন তার সব কিছুরই স্বভাবসুলভ এবং শিশুসুলভ বিরোধিতা করা বঙ্গসিপিএম-এর সম্পাদকমণ্ডলীর অনেকেই কমিউনসুলভ কর্তব্য বলে মনে করে থাকেন৷ বঙ্গসিপিএম-এর মৌরসিপাট্টা যাঁদের হাতে তাঁদের এই বঙ্গীয় ক্ষোভ-সঞ্জাত ‘প্রকাশ-বিরোধিতা’র কারণ সহজ এবং সরল৷ এমনকি বঙ্গসিপিএম-এর বেশ কিছু স্ব-ঘোষিত পরামর্শদাতা গভীরভাবে বিশ্বাস করতে শুরু করেছেন, এক ঘনিষ্ঠ আত্মীয় পরিচালিত একটি সর্বভারতীয় এবং অত্যন্ত পরিচিত সংবাদ চ্যানেলের অফিসে আয়কর দপ্তরের অভিযানের পরে সর্বংসহা এনডিএ কর্তার বিরাগ খানিকটা প্রশমনের লক্ষ্যেই কারাত একই সঙ্গে বিজেপি এবং কংগ্রেস থেকে সম-দূরত্বের তত্ত্ব উপস্থাপিত করতে চাইছেন৷ তাঁদের ধারণা, প্রকাশ এবং তাঁর সমর্থকরা আসলে বিজেপি- কংগ্রেসকে তুল্যমূল্য বিচার করতে চাইছেন৷ তাঁদের মুখে ছাই দিয়ে প্রকাশ কারাত আসলে সঠিক বিশ্লেষণই করেছেন৷ যে কংগ্রেস বরাবর নিজের রাজনৈতিক অস্বস্তির সময় ব্যতীত সিপিএম সহ অন্যান্য বামদলগুলিকে মোটেই ধর্তব্যের মধ্যে রাখেনি সেই কংগ্রেস যে শুধুমাত্র বিজেপি বিরোধিতার তাগিদে বামেদের বন্ধু হতে পারে না, তা প্রকাশ কারাত যথার্থই বুঝেছেন৷ সাম্প্রদায়িকতা এবং দুর্নীতি কোনোটিই যে কোনোটির চেয়ে কম বড়ো বিপদ নয়, তা যত দ্রুত বোঝা যায় ততই মঙ্গল৷ বঙ্গসিপিএম-এর যে গলাবাজ গোষ্ঠী আপাতত সাম্প্রদায়িকতাকে আশু ইশ্যু করে কংগ্রেসের ‘হাত’ পরোক্ষে ধরতে তৎপর তাঁদের নির্বাচনি সাফল্যের শর্টকাট উদ্দেশ্য প্রকাশ কারাত যথার্থই বুঝতে পেরেছেন এবং দক্ষতার সঙ্গে ভেস্তেও দিয়েছেন৷ ২২তম পার্টি কংগ্রেসের মঞ্চ থেকে প্রকাশ কারাত বিজেপি ‘বেশি খারাপ’ এবং কংগ্রেস ‘অনেক কম খারাপ’ এই হাস্যকর মতবাদ মুক্ত করে স্পষ্টতই সিপিএম-এর পক্ষে দুটি সমান মাত্রার নেতিবাচক দলের বিরুদ্ধে নিজেদের পার্টিকে দৃঢ় মতাদর্শের মেরুদণ্ডের ওপরে দাঁড় করাতে পারেন কিনা, সেদিকেই তাকিয়ে থাকবে রাজনৈতিক মহল৷ সিপিএম-এর প্রকৃত শুভাকাঙ্ক্ষীরাও৷
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments