বউমাকে উত্যক্ত করার প্রতিবাদ করায় ধারালো অস্ত্রের কোপ
top of page

বউমাকে উত্যক্ত করার প্রতিবাদ করায় ধারালো অস্ত্রের কোপ

বউমাকে উত্যক্ত করার প্রতিবাদ করায় এক ব্যক্তিকে খুনের চেষ্টার অভিযোগ উঠল। গুরুতর আহত অবস্থায় ওই ব্যক্তিকে কলকাতায় চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হচ্ছে। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে মালদা থানার পুলিশ। ঘটনাটি ঘটেছে পুরাতন মালদার মঙ্গলবাড়ি এলাকায়।


জানা গেছে, অভিযুক্ত যুবক রঞ্জন দাস কিছুদিন ধরেই স্থানীয় এক মহিলাকে উত্যক্ত (#EveTeasing) করত৷ সেই খবর ছড়িয়ে পড়ার পর রঞ্জন ওই পরিবারের সদস্যদের সুযোগ পেলেই মারধর করত৷ সমস্ত ঘটনা জানিয়ে ওই পরিবারের সদস্যরা পুলিশে অভিযোগ দায়ের করেন। এই ঘটনা নিয়ে গতকাল রাতে ওই পরিবারের এক সদস্য স্থানীয় কাউন্সিলরের সঙ্গে দেখা করতে যান। অভিযোগ, বাড়ি ফেরার পথে রঞ্জন ধারালো অস্ত্র নিয়ে ওই ব্যক্তিকে আক্রমণ করে। গুরুতর আহত হন ওই ব্যক্তি। ঘটনার পর অভিযুক্ত রঞ্জন তলোয়ার হাতে মঙ্গলবাড়ি পুলিশ ফাঁড়িতে আত্মসমর্পণ করে৷ আত্মসমর্পণ করার আগেই স্থানীয় মানুষজন গণধোলাই দেয় তাকে।



মালদা থানার পুলিশ জানিয়েছে, গতকালের ঘটনার প্রেক্ষিতে অভিযুক্ত রঞ্জন দাসকে গ্রেফতার করা হয়েছে৷ গোটা ঘটনা নিয়ে পুলিশি তদন্তও শুরু হয়েছে৷


প্রতীকী ছবি।

বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page